Superfoods: এই খাবারগুলি দিনের শুরুতে খেলে দিনভর চাঙ্গা থাকবেন আপনি, ভরপুর এনার্জিতে ঘাটতি হবে না একেবারেই
ছবি সূত্র - পিক্সেলস। প্রসেস না করা বিভিন্ন খাবার যেমন তাজা ফল, সবজি, ডাল জাতীয় খাবার খেলে সারাদিন আপনি ভরপুর এনার্জি পাবেন। শরীর ঢুকবে ভিটামিন, মিনারেলস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র - পিক্সেলস। চর্বি হীন মাংস, মাছ, ডিম- এইসব প্রোটিন যুক্ত খাবার আমাদের শরীরে সঠিক পরিমাণে এনার্জির জোগান দেয়। তাই এই জাতীয় খাবার রাখুন মেনুতে।
ছবি সূত্র - পিক্সেলস। সঠিক পরিমাণে জল রোজ খেতেই হবে। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে আপনি খুব সহজেই পরিশ্রান্ত হয়ে পড়বেন।
ছবি সূত্র - পিক্সেলস। সঠিক পরিমাণে জল প্রতিদিন খেলে শরীরে জলের ঘাটতি হবে না। ফলে আপনি দিনভর চাঙ্গা থাকবেন। কাজে এনার্জি পাবেন।
ছবি সূত্র - পিক্সেলস। আজকাল বিভিন্ন ধরনের বীজ এবং বাদাম আমরা অনেক কারণেই খেয়ে থাকে। বিশেষ করে এইসব খাবার ওজন কমাতে সাহায্য করে।
ছবি সূত্র - পিক্সেলস। আমন্ড, আখরোট, চিনাবাদাম, কাজু, চিয়া সিড, তিসির বীজ এইসব খেলে সারাদিন আপনি এনার্জি পাবেন। ফলে কাজ করে নেতিয়ে পড়বেন না।
ছবি সূত্র - পিক্সেলস। জলখাবারে ওটস খাবার অভ্যাস রাখুন। এই খাবার ব্লাড সুগার কমায়। ভাল রাখে হার্ট। ওজনও কমায়।
ছবি সূত্র - পিক্সেলস। দিনের শুরুতে এক বাটি ওটস যদি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মিশিয়ে খেতে পারেন আপনি তাহলে সারাদিন ভরপুর এনার্জি পাবেন অবশ্যই।
ছবি সূত্র - পিক্সেলস। নিয়মিত একটা করে কলা খান। এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। তাই ফল প্রতিদিন খেলে আপনি এনার্জি পাবেন।
ছবি সূত্র - পিক্সেলস। তবে খুব বেশি পরিমাণে কলা খেতে যাবেন না। তাহলে অ্যাসিডিটি এবং পেটের সমস্যা হতে বাধ্য। অতএব সতর্ক থাকুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -