Skin Care In Winter: শীতে চোখে ও মুখে টান ধরছে ? কীভাবে ত্বকের যত্ন নেবেন
Avoid Dry Skin In Winter: শীতে শুষ্ক ত্বক থেকে কীভাবে মুক্তি পাবেন ?
শীতে চোখে ও মুখে টান ধরছে ? কীভাবে ত্বকের যত্ন নেবেন
1/10
শীতের আমেজে মাঝে নিম্নচাপের জন্য বাধা এলে, বছর শেষের মাসে উত্তুরে হাওয়ার থেকে মুক্তি নেই।
2/10
বলাইবাহুল্য শীতল হাওয়ার জেরে ত্বক নিয়ে অনেকেই সমস্যায় পড়ে। শুষ্ক ত্বক থেকে কীভাবে মিলবে মুক্তি ?
3/10
অনেকেই গ্লিসারিন যুক্ত সাবান মেখে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু গোড়াতেই গন্ডোগোল।
4/10
ক্ষার যুক্ত সাবান , ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। বলাইবাহুল্য তখন মশ্চেরাইজারই প্রয়োজন হয়ে পড়ে।
5/10
শীতকালে গ্রামবাংলার মানুষ খাঁটি শস্যের তেল মাখেন। এটা কিন্তু মন্দ নয়। শস্যের তেল বা বাদাম তেল শীতের জন্য খুবই ভাল।
6/10
কিন্তু অনেকেই আঠাল বলে শস্যের তেল ব্যবহার করতে চান না। সেক্ষেত্রে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতেই পারেন।
7/10
রাতে ঘুমনোর আগে ক্রিম বেসড ফেসওয়াশ ব্যবহার করলে খুবই ভাল হয়। তাহলে ত্বক কম শুষ্ক হবে।
8/10
কাঁচা দুধে সামুদ্রিক লবণ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করলেও এই সমস্যা দূর হবে।
9/10
শীতে মধু খুব উপকারী। ত্বকের জেল্লা বাড়ায়। সেই সঙ্গে শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয়।
10/10
ঠোঁটের যত্ন নিতে পেট্রোলিয়াম জেলির জুড়ি মেলা ভার। অধিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 02 Dec 2024 10:20 PM (IST)