Health Tips : স্যালাডে শসা ও টোম্যাটো একসঙ্গে খাচ্ছেন ? শরীরের কী ক্ষতি হতে পারে ?
গরমে আমাদের খাবার পাতের অন্যতম পদ স্যালাড। এটি স্বাস্থ্যের পক্ষে উপকারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মরসুমে শরীরকে হাইড্রেট রাখতে ও পাচনতন্ত্র স্বাভাবিক রাখতে স্যালাড খুবই কার্যকরী।
শরীরে রক্তের ঘাটতি কমায় এবং এনার্জি বাড়ানোর জন্য, স্বাস্থ্য বিশেষজ্ঞরাও স্যালাড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
বিভিন্ন জিনিসের মিশ্রণে স্যালাড বানানো হয়। যার মধ্যে থাকে টোম্যাটো ও শসা।
কিন্তু, অনেকেই জানেন না যে শসা ও টোম্যাটো একসঙ্গে খাওয়া উচিত নয়। কারণ, এটি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
শসা এবং টোম্যাটো প্রায়শই স্যালাডে রাখা হয়। তবে এই দুটির সংমিশ্রণ পেটের জন্য বিপজ্জনক। এর ফলে পেটে নানা রোগ বাসা বাঁধতে পারে।
এই দুটি একসঙ্গে খেলে হজমশক্তি নষ্ট হতে পারে। অ্যাসিডিক পিএইচ ভারসাম্যকেও ব্যাহত করতে পারে। যে কারণে গ্যাস, ফোলাভাব, পেটে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, বদহজমের মতো সমস্যা শুরু হয়।
উভয়ই হজম হতে আলাদা সময় নেয়। এই দু'টির একটি প্রথমে হজম হয়ে অন্ত্রে পৌঁছায়। একই সময়ে, অন্যদের হজম প্রক্রিয়া চলতে থাকে।
শসা ও টোম্যাটো শরীরের ভিতরে ফার্মেন্টেশন প্রক্রিয়াও শুরু করে দেয়। এই কারণে শুধু পাকস্থলী নয়, পুরো শরীরের জন্যই ক্ষতিকর। এ কারণে পেটে নানা ধরনের সমস্যাও হয়।
শসা ও দুধ দিয়ে তৈরি জিনিস একসঙ্গে কখনোই খাওয়া উচিত নয়। তাতে শরীর খারাপ হতে পারে। এর ফলে মেটাবলিজম ধীরে হয়। পেট ব্যথার সমস্যা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -