Tuberculosis : করোনাকালে যক্ষ্মা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা, এই লক্ষণগুলি অবহেলা করবেন না
সর্দি কাশি, ঘুষঘুষে জ্বর। ওষুধ খেয়ে সর্দি কমা, আবার ফিরে আসা। ঋতু পরিবর্তনের সময় এই সমস্যা খুব স্বাভাবিক। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু ইদানীং বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, এমন উপসর্গ নিয়ে আসা শিশুদের যক্ষ্মা ধরা পড়ছে। করোনা আতঙ্কের মধ্যেই ভয় ধরাচ্ছে যক্ষ্মা রোগের বিষয়টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা অতিমারীর আগে থেকেই ভারতে যক্ষ্মা রোগের চিত্রটা বেশ ভয়াবহ। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের কনসাল্ট্যান্ট পিডিয়াট্রিশিয়ান ডা. অগ্নিমিতা গিরি সরকার জানাচ্ছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত শিশুর সংখ্যা কিছুটা কমলেও জ্বর, কাশি, পেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে আসছে বেশ কিছু শিশুই।
ক্রমাগত চিকিত্সা, টিকাকরণ, সচেতনতা ও সরকারি উদ্যোগে সংক্রমণে কিছুটা রাশ টানা গেলেও করোনাকালে বেশ কিছু কারণে ছড়ানোর সম্ভাবনা বেড়েছে টিবি-র। চিকিত্সক মনে করছেন এর মূল কারণ, সকলে গৃহবন্দি থাকায় বড়দের থেকে ছোটদের আক্রান্ত হওয়া, মূল মনোযোগটা করোনার দিকে ঘুরে যাওয়া ও ভ্যাকসিন মিস হওয়া। মূলত কী কী উপসর্গ নিয়ে আসছে শিশুরা ?
টিবির লক্ষণগুলি হল - কাশি না কমতে চাওয়া প্রায়ই জ্বর। সেরে যাচ্ছে, আবার আসছে। সঙ্গে ঘুষঘুষে কাশি।
এছাড়াও লক্ষণ হল, পেটের যন্ত্রণা। গলার গ্ল্যান্ড ফুলে যাওয়া।
পিঠে ও কোমরে ব্যথা। প্রস্রাবে রক্ত, খিদে না পাওয়াও এর অন্যতম লক্ষণ।
সর্দি কাশি হলে প্রথমে কেউই বড় একটা পাত্তা দেন না। কিন্তু অনবরত কাশি হলে ডাক্তার দেখাতেই হবে। কাশির সঙ্গে রক্ত বের হওয়া মানে তো শিয়রে বিপদ।
ভারতে যক্ষ্মা বরাবরই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ক্রমাগত চিকিত্সা, টিকাকরণ, সচেতনতা ও সরকারি উদ্যোগে সংক্রমণে কিছুটা রাশ টানা গেলেও করোনাকালে বেশ কিছু কারণে ছড়ানোর সম্ভাবনা বেড়েছে টিবি-র।
টিবি সংক্রমিত কোন বয়স্ক মানুষের থেকে সহজেই আক্রান্ত হল বাচ্চারাও কারণ এই সময় সকলেই গৃহবন্দি। মূলত যেসব জায়গায় মানুষ ঘিঞ্জিভাবে বসবাস করে, সেখানে সংক্রমণের গতিবেগ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল
ন্যাশনাল হেলথ মিশন'স হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (National Health Mission’s Health Management Information System (NHM-HMIS) - এর তথ্য অনুসারে লকডাউনের ফলে টিবি রোগের চিকিৎসায় অনেক ক্ষতি হয়েছে । চিকিৎসা ব্যাহত হওয়ায় রোগের চিকিৎসা ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা দ্রুত সামলে ওঠা কঠিন । সেইসঙ্গে করোনাকালে কমেছে টিবির টিকাকরণও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -