Health Tips: কাঁচা নয়, উপকার পেতে সেদ্ধ করে খান এই সবজিগুলি
ছবি: পিক্সাবে।
1/10
সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন ঘটেছে খাদ্যাভ্যাসেরও। সবুজ শাক-সবজি কাঁচা খাওয়ার পরামর্শও দেন অনেকে।
2/10
কিন্তু এমন কিছু শাক-সবজি রয়েছে, যেগুলি সেদ্ধ করে খাওয়াই স্বাস্থ্যকর। তাতে শরীরে বেশি পুষ্টি যায় বলে মত চিকিৎসকদের।
3/10
মাশরুমে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট ইরগোথিওনিন থাকে। রান্না করলে তা আরও নিঃসৃত হয়।
4/10
শরীরকে রাসায়নিক মুক্ত করতে অক্সিড্যান্ট ইরগোথিওনিনের জুড়ি নেই, যা কিনা কোষের ক্ষতি করে, শরীর দুর্বল করে দেয় এবং কম বয়সেই চেহারায় বার্ধক্যের ছাপ ফেলে।
5/10
পালং শাকও সেদ্ধ বা রান্না করে খাওয়াই শ্রেয়। এতে প্রচুর পরিমাণ আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক থাকে।
6/10
পালং শাক রান্না করে খেলে এই উপাদানগুলি সরাসরি শরীরে পৌঁছয়। পালং শাকে অক্সালিক অ্যাসিড থাকে। গরম করলে সরাসরি শরীরে ক্যালসিয়ামের জোগান যায়।
7/10
টমেটো আমরা কাঁচাও খাই। তবে সেদ্ধ করে খেলে অ্যান্টি অক্সিড্যান্ট লাইকোপিনের মাত্রা বাড়ে। এতে হৃদরোগ, ক্যানসারের ঝুঁকি কমে।
8/10
টমেটোর মধ্যে থাকা অক্সিড্যান্ট লাইকোপিন আবদ্ধ অবস্থায় থাকে। সেদ্ধ করলে বেরিয়ে আসে। যদিও টমেটো সেদ্ধ করলে ভিটামিন সি-র মাত্রা কমে যায়।
9/10
গাজর সেদ্ধ করে খাওয়াও ভাল শরীরের জন্য। তবে কাঁচা গাজরের থেকে সেদ্ধ গাজরে বিটা ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে।
10/10
বিটা ক্যারোটিন হাড়ের গঠন মজবুত করে, দৃষ্টিশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। খোসাসুদ্ধ গাজর সেদ্ধ খেলে দ্বিগুণ পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায়।
Published at : 15 Jun 2022 02:49 PM (IST)