Norovirus: ভারতে এবার 'অত্যন্ত সংক্রামক' নরোভাইরাসের হানা! আক্রান্ত দুই পড়ুয়া
ভারতে নতুন করে ফের বাড়ছে করোনা ভাইরাস। এই আবহে এবার হানা দিল নরোভাইরাস। ইতিমধ্যেই কেরলে দুই শিশুর দেহে ধরা পড়েছে এই ভাইরাস। এই খবর প্রকাশ্যে আসার পরই চিন্তা বাড়ে দেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিকিৎসকদের মতে, বমি এবং ডায়রিয়া নরোভাইরাসের অন্যতম দুই প্রধান উপসর্গ। নরোভাইরাসে আক্রান্ত হলে, যে কোনও মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারেন। জল, হাওয়া, খাবার থেকে এই রোগ একজনের শরীর থেকে অন্যজনকে সংক্রমিত করতে পারে।
নরোভাইরাসে আক্রান্ত হলে বমি, ডায়রিয়া, জ্বরের মতো উপসর্গ থাকে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাস বিষাক্ত খাবার, জল এবং বদ্ধ জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে।
নরোভাইরাস আক্রান্তের ক্ষেত্রে বয়সের সীমা মানে না। যেকোনও বয়সেই এই ভাইরাস আক্রমণ করতে পারে। এটির সঙ্গে রোটাভাইরাসের মিল রয়েছে৷ যেটিও ডায়রিয়ার জন্য দায়ী।
নার্সিং হোম, জাহাজে, কোনও বদ্ধ জায়গায় এই ভাইরাস সংক্রামিত হতে পারে৷ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার দিন দুই পর থেকেই উপসর্গ দেখা দেয়। তলপেটে ব্যথা, বমি, মাথা যন্ত্রণা, জ্বরের মতো উপসর্গ থাকে৷
পাশাপাশি কেউ দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগলে, তাঁদের মধ্যেও খুব সহজে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা। খাবার, জল থেকে এই ভাইরাস ছড়ানোর প্রবণতা বেশি থাকলেও, অপরিচ্ছন্ন হাত মুখ গেলেও আপনি সংক্রমিত হতে পারেন।
নরোভাইরাস থেকে রক্ষা পেতে প্রত্যেককে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকতে হবে। হাত ধুয়ে খাবার খেতে হবে। পরিষ্কার, পরিচ্ছন্নভাবে রান্না করা খাবার খেতে হবে বলেও জারি করা হয়েছে সতর্কতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -