Health Tips: মধুমেহ রোগীরা কুমড়ো খাচ্ছেন? জানেন কী হতে পারে?
নানা কারণে মধুমেহর সমস্যা দেখা দেয়। আর মধুমেহ এমনই একটি অসুখ, যা একবার শরীরে বাসা বাঁধলে তা চিরস্থায়ী হয়ে যায়। তবে, চিকিৎসকদের পরামর্শ মেনে চললে নিয়ন্ত্রণে থাকে এই অসুখ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞরা জানান, একজন মধুমেহ রোগীকে সবসময়ই নিজের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের উপর বিশেষ নজর রাখা প্রয়োজন। সামান্য অনিয়ম হলেই হতে পারে নানা সমস্যা।
গবেষকদের মতে, রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে গেলে হতে পারে নানা শারীরিক সমস্যা। মধুমেহ রোগের কারণে প্রভাব পড়ে হৃদপিন্ড, কিডনি এবং চোখে।
বহু মানুষের মনেই সংশয় থাকে যে, কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না। তার মধ্যে একটি হল কুমড়ো।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী কুমড়ো। এমনকি মধুমেহ রোগীদের জন্যও এটি উপকারী।
তবে, যেকোনও খাবারই নিয়ন্ত্রণে রেখে খাওয়া দরকার। অত্যধিক পরিমাণে কোনও খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী নয়।
বিশেষজজ্ঞদের মতে, কুমড়োতে যে পরিমাণ কার্বোহাইড্রেট রয়েছে, তা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। কিন্তু তা খুবই সামান্য পরিমাণে।
তাই মধুমেহ রোগীদের জন্য কুমড়ো একেবারেই ক্ষতিকর নয়। তাঁরা কোনও চিন্তা ছাড়াই কুমড়ো খেতে পারেন।
চিকিৎসকদের মতে, কুমড়ো আসলে ওজন কমাতে দারুণ সাহায্য করে। তবে, যেকোনও খাবার খাওয়ার আগে অবশ্যই পরামর্শ করে নেওয়া দরকার।
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -