Shiny Hair: উজ্জ্বল এবং মোলায়েম চুলের পরিচর্যায় কীভাবে কাজে লাগে টক দই? এই উপকরণের সাহায্যে তৈরি করতে পারেন হেয়ার মাস্ক
চুলের পরিচর্যায় অনেকেই টক দই ব্যবহার করে থাকেন। বিশেষ করে বাড়িতে হেয়ার মাস্ক তৈরি করে যাঁরা ব্যবহার করেন, তাঁদের অনেকেই টক দইকেই মূল উপকরণ হিসেবে নিয়ে হেয়ার মাস্ক তৈরি করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন টক দই চুলের পরিচর্যায় কাজে লাগে, কীভাবে এই উপকরণ চুলের দেখভাল করে, সেগুলো জেনে নেওয়া যাক। একই সঙ্গে টক দইয়ের সঙ্গে আর কী কী মিশিয়ে বাড়িতে সহজে আপনি হেয়ার স্ক্রাব তৈরি করতে পারবেন সেটা দেখে নেওয়া যাক।
টক দইয়ের মধ্যে রয়েছে ভিটামিন, প্রোটিন এবং ক্যালসিয়াম। এই তিনটি উপকরণ চুলে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ চুল ময়শ্চারাইজড রাখে। বলা ভাল কন্ডিশনার হিসেবেও চুলে টক দই ব্যবহার করা সম্ভব।
উজ্জ্বল এবং মোলায়েম চুল পাওয়ার জন্য টক দইয়ের সঙ্গে আর কোন কোন উপকরণ মিশিয়ে বাড়িতে হেয়ার মাস্ক তৈরি করবেন এবং সেগুলো কীভাবে ব্যবহার করবেন জেনে নেওয়া যাক।
চুল নরম এবং মোলায়েম রাখতে, চুলে জেল্লা বা উজ্জ্বলতা বজায় রাখার জন্য, সর্বোপরি চুলে একটা চকচকে ভাব যেন দেখা যায় তার জন্য হেয়ার মাস্ক ব্যবহার করা দরকার।
টক দই এবং ডিম- চুলে অনেকেই ডিম ব্যবহার করেন উজ্জ্বলতা এবং চকচকে ভাব বজায় রাখার জন্য। টক দইয়ের সঙ্গে ডিম মিশিয়ে তৈরি করে নেওয়া যায় হেয়ার মাস্ক। একটা কাচের বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিন। কুসুম এবং সাদা অংশ দুটোই নিতে হবে। এর মধ্যে মিশিয়ে নিন দু'চামচ টক দই। তারপর ভালভাবে দুটো উপকরণ মিশিয়ে লাগিয়ে নিন চুলের লম্বা অংশ এবং স্ক্যাল্প অর্থাৎ মাথার তালুতে। ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
টক দই এবং মধু- এই দুই উপকরণ মিশিয়েও বাড়িতে খুব সহজে হেয়ার মাস্ক তৈরি করে নেওয়া যায়। হাফ কাপ টক দইয়ের মধ্যে দু'চামচ মধু মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন মিনিট ২০। তারপর ভালভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নেওয়া প্রয়োজন। মাথার তালুতে এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
নারকেল তেল এবং টক দই- হাফ কাপ টক দইয়ের সঙ্গে দুচামচ নারকেল তেল মিশিয়ে এই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন মিনিট ২০। তারপর সাধারণ শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। স্ক্যাল্পেও এই মিশ্রণ অর্থাৎ হেয়ার মাস্ক লাগাতে পারেন।
অ্যালোভেরা জেল এবং টক দই- চার চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন হাফ কাপ টক দই। এই মিশ্রণ ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখা প্রয়োজন। এরপর শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিন। স্ক্যাল্পেও এই হেয়ার মাক্স ব্যবহার করা যাবে।
লেবুর রস এবং টক দই- এক কাপ টক দইয়ের মধ্যে মিশিয়ে নিন দু'চামচ পাতিলেবুর রস। এবার এই মিশ্রণ ভাল করে চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৪০ থেকে ৪৫ মিনিট পরে মাথায় শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -