Heart Attack : মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কখন পুরুষদের থেকেও বেশি? লক্ষণ কী কী
একটা বয়স অবধি মহিলারা অনেকটাই সুরক্ষিত, আবার একটা সীমারেখা পেরলে মহিলারা ততটাই বিপদের দিকে ঝুঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরুষ ও মহিলাদের মধ্যে যদি পরিসংখ্যান বা প্রবণতা নিয়ে তুল্যমূল্য বিচার করা হয়, তাহলে দেখা যাবে, কম বয়সি মহিলাদের হার্টের অসুখের প্রবণতা কম। যাঁর অন্যতম কারণ কিছু গুরুত্বপূর্ণ ফিমেল হরমোন - ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ।
মেনোপজের আগে পর্যন্ত এই হরমোনগুলি ক্ষরণ হয় মহিলাদের শরীরে, যা হার্টকে সুরক্ষিত রাখতে একটি বর্মের মতো কাজ করে।
মেনোপজ হলে থমকে যায়, এই হরমোন গুলির ক্ষরণ। আর তখনও মহিলাদের হার্ট অ্যাটাকের প্রবণতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে যায় পুরুষদের অনুপাতে।
মহিলাদের ক্ষেত্রে মধ্য চল্লিশ পের হলে মেনোপজ ঘটতে পারে। আর এর শুরুটা হয় এই ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো হরমোন ক্ষরণ হ্রাস পাওয়া দিয়ে।
ভারতে মহিলারা এখনও অবধি নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উদাসীন। বাড়ির অন্যদের খেয়াল রাখতে রাখতে তাঁরা নিজেদের শরীরের অস্বস্তিতে সেভাবে গুরুত্বই দেন না। আর এতেই বাড়ে বিপদ।
image 8
মধ্য বয়সে সচেতনতার অভাবে শরীরে অতিরিক্ত মেদ জমতে শুরু করে। সেখান থেকেই বাড়ে হার্ট অ্যাটাকের প্রবণতা।
সেই সঙ্গে বাড়তে থাকে থিতু জীবনযাত্রা। এক্সারসাইজের অভাব হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় ।
মনে রাখতে হবে, যে মেনোপজের আগে যে হরমোনগুলি হার্টকে ঢালের মতো সুরক্ষিত রাখছিল, তারা রাতারাতি সরে যাওয়ায়, মহিলাদের হার্টের অবস্থা হয় যুদ্ধক্ষেত্রে একাকী সৈন্যর মতো। তাই সাবধান হতে হবে আগে থেকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -