Hepatitis : দীর্ঘদিন ধরে কোনও ওষুধ খেলেও হতে পারে হেপাটাইটিস ! তাহলে উপায় ?
হেপাটাইটিস হল যকৃত বা লিভারের প্রদাহ। অনেক কারণে হেপাটাইটিস হতে পারে। যেমন ধরুন, ভাইরাস ঘটিত সংক্রমণে, অত্যধিক অ্যালকোহল জাতীয় পানীয় সেবন করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু হেপাটাইটিস হওয়ার আরেকটি কারণ অপেক্ষাকৃত কম আলোচিত। দীর্ঘকাল ধরে কোনও ওষুধ ব্যবহার করার ফলে হতে পারে হেপাটাইটিস। তাকে বলা হয়, Drug Induced Hepatitis ।
এমন অনেক সাধারণ ওষুধও আছে, যা দীর্ঘকাল ধরে খেয়ে গেলে তা লিভারের ক্ষতি করে দিতে পারে। যার থেকে প্রদাহ তো বটেই, লিভার ফেলইয়র অবধি হতে পারে।
যে কোনও ওষুধই লিভারের মাধ্যমে পাচিত হয়। এবার লিভার যখন কোনও ওষুধকে ভাঙছে, তখন তা থেকে প্রদাহ হতে পারে। এগুলি অনেকক্ষেত্রেই নিজে থেকে সেরে যায় আবার কিছু ক্ষেত্রে ওষুধ বন্ধ করলে লিভার আবার ঠিক হয়ে যেতে পারে।
আবার কিছু ওষুধ এতটাই ক্ষতিকারক যে, তা সিরোসিস অফ লিভার পর্যন্ত ঘটাতে পারে। যা থেকে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ ক্ষেত্রেই লিভার প্রতিস্থাপন ছাড়া সম্ভব নয়।
ফর্টিস হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান হেপাটলজিস্ট ডা. দেবাশিস দত্ত জানালেন, অনেকক্ষেত্রে প্যারাসিটামলের ওভারডোজ হয়ে গেলেও এমন এফেক্ট হতে পারে। আবার কিছু অ্যান্টিবায়োটিকসও একই রকমভাবে মারাত্মক প্রভাব ফেলতে পারে লিভার বা যকৃতে।
অ্যামক্সিসিলিন (Amoxicillin ) জাতীয় অ্যান্টিবায়োটিকস নিরাপদ ওষুধ হলেও, কোনও কোনও ক্ষেত্রে যকৃতের উপর খারাপ প্রভাব ফেলে।
দীর্ঘদিন ধরে কোনও ওষুধ খেয়ে যেই পেটের কোনও সমস্যা শুরু হল, কিংবা বমি-বমি ভাব হল, তখনই সতর্ক হতে হবে। ডাক্তারের সঙ্গে কথা বলতেই হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -