Indian Cricket Team: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোন ভারতীয় ব্যাটার সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন?
যুবরাজ সিংয়ের ছক্কা হাঁকানোর দক্ষতা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন থাকতে পারে না। তাঁর ২০০৭ বিশ্বকাপে ব্রডকে মারা ছয় ছক্কা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযুবরাজ ভারতের হয়ে ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৪টি ছক্কা হাঁকিয়েছেন।
কেএল রাহুলের আইপিএলে ধারাবাহিকতা তাঁর টি-টোয়েন্টি ব্যাটিংয়ের পরিচয়বাহক।
রাহুল ভারতের হয়ে ৭২টি ম্যাচে এখনও পর্যন্ত ৯৯টি ছক্কা মেরেছেন।
বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর পরিসংখ্যানই তাঁর দক্ষতার পরিচয়বাহক।
তিনি ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিজের শততম ছক্কাটি হাঁকান। দ্রুততম ভারতীয় হিসাবে তিনি মাত্র ৫১টি ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন।
একমাত্র ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার হাজার রানের মালিক বিরাট কোহলি।
তিনি ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১১৭টি ছয় মেরেছেন।
বিরাট কোহলির পরেই সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
তিনিই ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৮২টি ছয় মেরেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -