Homemade Hair Masks: শীতের দিনে রুক্ষ-শুষ্ক চুল থেকে রেহাই পেতে ভরসা থাকুক ঘরোয়া হেয়ার মাস্কে, কী কী উপকরণ ব্যবহার করতে পারেন?
চুলের উজ্জ্বলতা এবং মোলায়েম ভাব বজায় রাখার ক্ষেত্রে মধুর সঙ্গে আভোকাডো পেস্ট মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। এর সঙ্গে মিশিয়ে নিতে হবে সামান্য অলিভ অয়েল যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাভোকাডো পেস্ট, মধু এবং অলিভ অয়েলের মিশ্রণ মাথায় লাগিয়ে চুলে অন্তত মিনিট ১৫ রেখে দিন। এরপর ভাল ভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু'বার এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
ঘরোয়া পদ্ধতিতে হেয়ার মাস্ক তৈরির ক্ষেত্রে ইয়োগার্ট বা টকদই, দুধ এবং কলা- এই তিনটি উপকরণ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আপনি কলা টুকরো করে কেটে সেটা ভাল করে ম্যাশ করে নিয়ে তার সঙ্গে দুধ মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক।
দুধ এবং কলার সঙ্গে এই মিশ্রণেও মিশিয়ে নিন কিছুটা অলিভ অয়েল। তারপর এই মিশ্রণ চুলে লাগিয়ে মিনিট ১৫ রেখে, তারপর ভাল ভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু-থেকে তিনবার এই হেয়ার মাস্ক ব্যবহার করলে তফাতটা নিজেই বুঝতে পারবেন।
ওটস জলখাবারে আজকাল অনেকেই খেয়ে থাকেন। ওটস দিয়ে ফেস স্ক্রাব তৈরি করা যায় একথাও অনেকেরই জানা। বাড়িতে হেয়ার মাস্ক তৈরির ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন ওটস। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে দুধ। বলা ভাল দুধের মধ্যে ওটস ভিজিয়ে রাখতে হবে।
দুধের মধ্যে ওটস ভিজিয়ে দেওয়ার পর ওই মিশ্রণে সামান্য আমন্ড অয়েল দিতে পারেন। ভাল ভাবে সবকিছু মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে নিন হেয়ার মাস্ক। মিনিট ১৫ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
লেবুর রস বিশেষ করে পাতিলেবুর রস চুলের জন্য ভাল, একথা অনেকেই জানেন। ন্যাচারাল কন্ডিশনার হিসেবে পাতিলেবুর রস ব্যবহার করেন অনেকেই। এর ফলে চুলের চকচকে ভাব বা জেল্লা বাড়ে। এছাড়াও চুল নরম বা মোলায়েম থাকে।
বাড়িতে হেয়ার মাস্ক তৈরি করতে চাইলে ডিমের সঙ্গে লেবুর রস আর সামান্য অলিভ অয়েল কিংবা আমন্ড অয়েল মিশিয়ে তৈরি করে নিন মিশ্রণ। চুলে লাগিয়ে মিনিট ১৫-২০ রেখে শ্যাম্পু করে চুলে পরিষ্কার করে নিতে হবে।
কলার সঙ্গে ইয়োগার্ট বা টকদই মিশিয়েও আপনি হেয়ার মাস্ক তৈরি করে নিতে পারেন বাড়িতে। এই মিশ্রণও চুলের স্বাস্থ্যের দেখভাল করে। চুলের একাধিক সমস্যা দূর করে।
কলার সঙ্গে ইয়োগার্ট কিংবা টকদই মিশিয়ে যে হেয়ার মাস্ক তৈরি করবেন তার মধ্যে সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ মিনিট ১৫ চুলে লাগিয়ে রেখে তারপর শ্যাম্পু করে ভালভাবে চুল ধুয়ে নিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -