Travelling: 'সোলো ট্রিপে' যাচ্ছেন? এই বিষয়গুলি খেয়াল রাখছেন তো?
একা বেড়াতে গেলে বেশ কিছু বিষয় মাথায় রাখা দরকার। যেমন- সবার আগে নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট গুছিয়ে একটা জায়গায় রাখুন। কোনও ফাইল বা ফোল্ডারে এইসব ডকুমেন্ট গুছিয়ে রাখতে পারলে ভাল হয়। এছাড়াও সমস্ত ডকুমেন্টের ডিজিটাল কপি রাখুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেহেতু একা বেড়াতে যাচ্ছেন, তাই যে জায়গায় যাচ্ছেন, সেটা ভালভাবে চিনে নেওয়া দরকার। কোথায় কোথায় ঘুরতে যাবেন তার পরিকল্পনা আগে থেকেই করে রাখুন। যাতায়াতের মাধ্যমও আগাম জানা থাকলে ভাল।
একা বেড়াতে গেলে আপনার মালপত্রের দেখভাল আপনাকেই করতে হবে। তাই লাগেজ লক করার জন্য ব্যবস্থা রাখুন। ভালভাবে মালপত্র তালাচাবি দিয়ে রাখার ব্যবস্থা করা প্রয়োজন।
এখন অনলাইন পেমেন্টের জমানা। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই টাকাপয়সা অনলাইনে দেওয়া সম্ভব। কিন্তু তাই বলে সঙ্গে টাকাপয়সা রাখবেন না, এটা একেবারেই করবেন না।
একা বেড়াতে গেলে ওষুধ গুছিয়ে রাখা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব ওষুধপত্র আগে থেকেই গুছিয়ে রাখুন। যদি নিয়মিত আপনি কোনও ওষুধ খান তাহলে সেটা নিতে ভুলবেন না।
বিদেশে বেড়াতে গেলে পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট এসব সাবধানে রাখা প্রয়োজন। এছাড়াও চেষ্টা করবেন কম খরচের জায়গায় থাকার। কারণ একা বেড়াতে গেলে এমনিতেই প্রচুর খরচ হয়। এক্ষেত্রে আপনি কিছুটা সাশ্রয়ের সুযোগ পাবেন।
অনেক জায়গাতেই সেই এলাকার স্থানীয় যানবাহন ব্যবস্থার সাহায্যে আপনি কম খরচে ভালভাবে ভ্রমণ করতে পারবেন। এই ব্যাপারে আগে থেকে খোঁজ রাখতে পারলে ভাল।
যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানকার এমার্জেন্সি পরিষেবা সম্পর্কে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। যেহেতু আপনি একা বেড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে বিপদে পড়লে আপনিই আপনার সহায় হবেন। স্থানীয় এমার্জেন্সি পরিষেবার ফোন নম্বর নিজের কাছে রাখুন।
বেড়াতে গিয়ে সেখানকার পরিবেশ উপভোগ করবেন সেটাই স্বাভাবিক। কিন্তু একদম যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যাওয়াই ভাল। যদি একান্তে নিজের সময় কাটানোর জন্য বেড়াতে গিয়ে থাকেন তাহলেও অন্তত পরিবার বা বন্ধুদের মধ্যে দু-একজনের সঙ্গে যোগাযোগ রাখুন।
বেড়াতে যাওয়ার মানে কয়েকদিন নিয়মের বেড়াজালে আবদ্ধ না থাকা। তাই প্রয়োজন সঠিকভাবে খাওয়াদাওয়া করা। যা হোক কিছু খেয়ে নিলে আপনি অসুস্থ হতে পারেন। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -