Holi 2022 : হোলির রং ঢোকার পর চোখ ঘষলে, দৃষ্টিও যেতে পারে, মনে রাখুন এই টিপসগুলি
হোলির রং ঢোকার পর চোখ ঘষলে, দৃষ্টিও যেতে পারে
1/10
হোলি এক্কেবারে দোরগোড়ায়। রঙের উৎসব মানেই সবার রঙে রং মেশানো। বহুদিন পর মেলামেশায় কিছুটা বেহিসেবি হওয়া।
2/10
শুক্রবার ১৮ মার্চ দোল উৎসব বা হোলি । তার আগে রয়েছে হোলিকা দহন । সব মিলিয়ে হোলির আনন্দ চরমে। এরই মধ্যে মনে রাখতে হবে নিজেদের সুরক্ষার বিষয়টিও।
3/10
হুল্লোড়ের মধ্যে কীভাবে সাবধানে হোলি খেলা সম্ভব ? কিছু টিপস শেয়ার করলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ মৃন্ময় দাস
4/10
জিরো পাওয়ারের ( zero power) চশমা পরে দোল খেলুন। চাইলে সানগ্লাসও পরতে পারেন। ক্ষতিকর রং থেকে চোখ থেকে বাঁচতে এটি ভাল কাজ করে। চট করে চোখ আবির ঢুকবে না।
5/10
জল রং থেকেও অনেকটা সুরক্ষিত থাকবে। বেলুন তীব্রগতিতে এসে লাগলেও ক্ষতি হয়। চোখের নার্ভের ক্ষতি হতে পারে।
6/10
প্রাকৃতিক রং ব্যবহার করুন। ভোষজ রঙে হোলি খেলা খেলার সবচেয়ে উপকারিতা হল, তা আপনার শরীরের এবং বিশেষ করে চোখের ক্ষতি করবে না।
7/10
বাচ্চারাও নিরাপদে থাকবে। যেমন পলাশ ফুল থেকে তৈরি হতে পারে রং। অপরাজিতা, কাঁদা হলুদ, টুকটুকি লাল বিট, অ্যারারুট, এসবের সমন্বয়ে তৈরি আবির বেশ নিরাপদ। ফুলের আবির অনেক মসৃণও হয়।
8/10
বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ রঙে অ্যাসবেস্টস, পারদ, সিলিকা, মাইকা এবং সীসার মতো বিপজ্জনক রাসায়নিক থাকতে পারে।
9/10
এগুলি ত্বক এবং চোখের জন্য অত্যন্ত বিষাক্ত । এর থেকে জ্বালাভাব এবং অ্যালার্জির মতো উপসর্গ হতে পারে।
10/10
চোখ হাত দিয়ে ঘষবেন না। কর্নিয়া ক্ষতিগ্রস্থ হতে পারে। কর্নিয়া ছড়ে গেলে দৃষ্টিশক্তির ক্ষতি হয়।
Published at : 15 Mar 2022 04:09 PM (IST)