Holi 2022: রং খেলার সময় কী করবেন আর কী করবেন না, জানা জরুরি
আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হয়ে যাবে রঙের উৎসব উদযাপন। সারাদেশের মানুষ এই উৎসবে সামিল হবেন। ছোট থেকে বড় সকলের প্রিয় হোলি। বিশেষজ্ঞরা তাই পরামর্শ দিচ্ছেন, সুস্থ ও সুরক্ষিতভাবে রং খেলুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোলির দিন রং খেলার সময় নানা দুর্ঘটনার খবর পাওয়া যায়। চলতি বছর যাতে কোনও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়, তার জন্য রং খেলার সময় কী কী করবেন আর কী কী করবেন না , সেগুলো জেনে রাখা খুবই জরুরি।
বিশেষজ্ঞদের মতে, দোকানের কেনা ক্ষতিকর কেমিকেল সম্পন্ন রঙের পরিবর্তে ভেষজ রং ব্যবহার করুন। রং খেলার আগে মুখে, গলায়, হাতে সানস্ক্রিন ব্যবহার করে নিতে ভুলবেন না।
রং খেলার আগে সারা শরীরে ভালো করে তেল মেখে নিন। নারকেল তেল সবথেকে ভালো ত্বকের জন্য।
প্রচুর পরিমাণে জল খেতে হবে শরীরে জলীয়ভাব বজায় রাখার জন্য। জলের পাশাপাশি ফলের রসও শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে।
হাতের কাছে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন। যাতে কোনও সমস্যা হলেই দ্রুত চিকিৎসা শুরু করতে পারেন। রং খেলা হয়ে গেলে দ্রুত স্নান করে নিন। সঠিকভাবে রং তুলে ফেলুন শরীর থেকে।
চোখে যাতে কোনওভাবেই রং না লাগে সেদিকে খেয়াল রাখুন। চোখের মতো মুখের ভিতর কিংবা নাকেও যেন রং না লাগে।
বাচ্চাদের সঙ্গে সঙ্গে থাকুন। জল রং ভরা বেলুন নিয়ে খেলা থেকে ওদের বিরত রাখুন।
জল সহযোগে রং খেলার সময় স্মার্টফোন সঙ্গে রাখবেন না। রং লেগে কিংবা জল লেগে সেটি নষ্ট হয়ে যেতে পারে।
রং তোলার জন্য কেরোসিন তেল ব্যবহার করবেন না ভুলেও। বাড়ির মধ্যে রং খেলবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -