Holi 2024: রং খেলায় নেই বাধা, ত্বকের পরিচর্যায় মেনে চলুন এই নিয়মগুলি
আগামী সপ্তাহেই রঙের উৎসব। আনন্দে সামিল হতে প্রস্তুত দেশবাসী। ইতিমধ্যেই একাধিক জায়গায় শুরু হয়েছে রং খেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে দোল বা হোলির রঙে যে ত্বকের মারাত্মক ক্ষতি হয়, তা বলার অপেক্ষা রাখে না। ত্বক রুক্ষ হয়ে যায় রঙের কেমিক্যালে।
তাই রঙের উৎসবের আগে এবং পরে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
রঙের উৎসবের আগের রাতে নারকেল তেল মাখা যেতে পারে। এতে ত্বক থাকে সতেজ। ফলে রং শুষে নেওয়ার ক্ষমতা কম হয়।
রং খেলতে বেরোনোর আগে মুখে, গলায় টোনার ব্যবহার করতে হবে। এরপর ময়শ্চারাইজার এবং সান স্ক্রিন ব্যবহার করতে হবে।
রঙের প্রভাব পড়তে পারে ঠোঁটের উপরও। তাই রং খেলার আগে ব্যবহার করতে পারেন লিপ বাটার।
এমন ময়শ্চারাইজার ব্যবহার করুন যাতে ত্বর দীর্ঘক্ষণ তৈলাক্ত থাকে। তাতে ত্বক রং শুষে নেবে না। দ্রুত তোলাও সম্ভব হবে।
যত্ন প্রয়োজন নখেরও। রং খেলার আগে কেটে ফেলুন যতটা সম্ভব। কালচে রঙের নেলপলিশ পরা যেতে পারে। উপরে মেখে নিন ভিটামিন E তেল।
এই ধরনের রঙের ফলে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। তাই এমন ক্লিনজার ব্যবহার করতে হবে যাতে রং উঠে যায় ঠিকভাবে। তুলো দিয়ে ক্লিনজ়িং ওয়েল মুখে লাগিয়ে এক মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করা যেতে পারে ফেস মাস্ক। এতে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল হবে। ফেস মাস্ক মেখে ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -