Straight Hair Remedies: চুল স্ট্রেট করাতে ছুটতে হবে না পার্লারে, ঘরোয়া টোটকাতেই মিলবে ফল
পার্লারে যাওয়া মানেই হাজার হাজার টাকা গচ্চা যাওয়া। চুল স্ট্রেট করানোর খরচ যেমন অনেক, তেমনই দীর্ঘ ক্ষণ বসে থাকতেও হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাসায়নিকের সংস্পর্শে চুলের ক্ষতি হয় যেমন, তেমনই গরম গরম স্ট্রেটনার ব্যবহারও ভাল নয়।
তবে স্বাভাবিক উপায়েও চুল স্ট্রেট করতে পারেন। বাড়িতেও তা সম্ভব।
দু'টি ডিমের সঙ্গে মিশিয়ে নিন অলিভ অয়েল। স্ক্যাল্পে লাগিয় রাখুন ঘণ্টা খানেক। শ্যাম্পু করে নিন।
দুধ, মধু এবং স্ট্রবেরির রস মিশিয়ে নিন। মাথায় লাগিয়ে ২-৩ ঘণ্টা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। শ্যাম্পু করে নিন।
নারকেল তেল গরম করে আধ কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। চুলে লাগিয়ে নিন প্যাক হিসেবে। ৪০ মিনিট রেখে ধুয়ে নিন।
ক্যাস্টর অয়েল গরম করে চুলে মাসাজ করুন। হালকা ভিজে তোয়ালে জড়িয়ে রাখুন আধ ঘণ্টা। শ্যাম্পু করে নিন।
শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার লাগান। এর পর চুল ধুয়ে নিন। একটি মগে জল নিন। তাতে কয়েক ফোঁটা ভিনিগার ঢালুন। ওই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন।
লেবুর রস এবং নারকেলের দুধ মিশিয়ে নিন। কিছু ক্ষণ লাগিয়ে রাখুন চুলে। ভাল করে ধুয়ে নিন।
পাকা কলা, মধু, অলিভ অয়েল এবং দইয়ের পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে মাথা ঢেকে রাখুন। ২ ঘণ্টা পর ধুয়ে নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -