Home Decor Tips: আপনার ছোট ফ্ল্যাটও দেখাবে বড়! মেনে চলুন শুধু এই কয়েকটা নিয়ম
বহুমূল্যের বাজারে পছন্দমতো ফ্ল্যাট বা বাড়ি তৈরি করা খুবই কঠিন। পছন্দের জায়গায় পছন্দ মতো আকারের ফ্ল্যাটের এখন বড্ড বেশি দাম। একটু সাজিয়ে-গুছিয়ে সাজানোও মুশকিল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই পকেট বাঁচাতে, ইচ্ছেকে চেপে রেখেই ঠিকানা করতে হয় আকারে ছোট ফ্ল্যাটে।
ছোট ফ্ল্যাটও কিন্তু সাজিয়ে তোলা যায় নানাভাবে। জায়গা বের করার জন্য ঠিকমতো পরিকল্পনা করাই জরুরি।
বেশ কিছু পদ্ধতি মেনে সাজাতে পারলে ছোট ফ্ল্যাটেও বেশ জায়গা বাঁচবে। আপাতদৃষ্টিতে বেশ বড় মনে হবে।
ঘর বড় লাগাতে গেলে দেওয়ালে হালকা রং ব্যবহার করা জরুরি। হালকা ও উজ্জ্বল রঙের দেয়াল ঘরকে আপাতদৃষ্টিতে বড় দেখায়।
হালকা নীল, হালকা সবুজ, হালকা কমলা বা এই ধরনের হালকা প্যাস্টেল শেড দেওয়ালের রঙের জন্য ভাল। সাদা বা সাদাঘেঁষা রঙও ব্যবহার করা হয়ে থাকে।
হালকা ও আধুনিক আসবাবপত্র ব্যবহার করা যায়। এমন আসবাব যার বহুমুখী ব্য়বহার রয়েছে, রঙটিও হালকা হলে ভাল হয়।
ঘরে বড়মাপের আয়না বসানো যেতে পারে, তাহলে ঘরে আলোর পরিমাণ বেড়ে যায়। জায়গাটা বড় মনে হয়।
মেঝে থেকে দেওয়ালজুড়ে আসবাব না করে, জায়গা কম ব্যবহার করে দেওয়ালে ঝুলন্ত আসবাব করতে পারেন। তাহলে মেঝের অনেকটাই খালি থাকবে।
সম্ভব হলে প্রাকৃতিক আলোর সম্পূর্ণ ব্যবহার করা যায়। প্রয়োজনে লাইট ইন্সটলেশন নিয়ে ভাবা যায়। LED লাইট ব্য়বহার করা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -