Homemade Hair Mask: চুলে আর্দ্রভাব বজায় রাখতে বাড়িতে কীভাবে তৈরি করবেন হেয়ার মাস্ক? কী কী উপকরণ ব্যবহার করলে পাবেন উপকার?
অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে মধু মিশিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন হাইড্রেটিং হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক আপনার চুলে ময়শ্চারাইজার লক করবে অর্থাৎ চুলে আর্দ্রভাব বজায় রাখবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযাঁদের চুল খুবই রুক্ষ, শুষ্ক প্রকৃতির, একেবারেই জেল্লাহীন, তাঁরা চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে জৌলুস ফেরানোর জন্য বাড়িতে তৈরি এই হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।
অ্যালোভেরা জেল যেমন ত্বকের জন্য ভাল, তেমনই খেয়াল রাখে চুলের স্বাস্থ্যেরও। চুলে কন্ডিশনারের কাজ করে এই অ্যালোভেরা জেল। কমায় চুলের রুক্ষভাব।
মূলত যাঁদের চুল এবং স্ক্যাল্প অর্থাৎ মাথার তালু খুব রুক্ষ, শুষ্ক প্রকৃতির, চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার প্রবণতা রয়েছে অর্থাৎ ভঙ্গুর প্রকৃতির, ডগা ফাটার সমস্যা রয়েছে, তাঁরা চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
ডিমের সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি করতে পারেন হেয়ার মাস্ক। বাড়িতে তৈরি করা এই হেয়ার মাস্ক আপনার চুলের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করবে। চুলের স্বাস্থ্যের সার্বিক ভাবে খেয়াল রাখবে।
ডিমের মধ্যে রয়েছে ভরপুর প্রোটিন। আর লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড। ডিম হেয়ার ফলিকগুলিকে পুষ্টির জোগান দেবে। আর লেবুর রস চুলের ক্ষেত্রে ভাল ক্লেনজার হিসেবে কাজ করবে। এই দুই উপকরণই চুলের স্বাস্থ্যের খেয়াল রাখবে।
কলা, মধু এবং ইয়োগার্ট মিশিয়ে তৈরি করে নেওয়া যাক হেয়ার মাস্ক। এই হেয়ার মাস্ক চুল উজ্জ্বল এবং মোলায়েম রাখতে সাহায্য করে। সহজে বাড়িতে তৈরিও করে নেওয়া যায় এই হেয়ার মাস্ক।
কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ন্যাচারাল অয়েল যা চুলের রুক্ষভাব দূর করে। অন্যদিকে মধু এবং ইয়োগার্টের সঙ্গে কলা মেশালে সেই মিশ্রণ চুলে আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে।
নারকেল তেল সবসময়েই চুলের জন্য ভাল। এর সঙ্গে অ্যাচোকাডো পেস্ট মিশিয়ে আপনি বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন হাইড্রেটিং হেয়ার মাস্ক।
অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড। চুলের স্বাস্থ্যের পক্ষে এই দুই উপকরণই ভাল। আর চুলে সার্বিকভাবে পুষ্টির জোগান দিতে সাহায্য করে নারকেল তেল। ফলে এই দুই উপকরণ একসঙ্গে চুলের স্বাস্থ্যের ভালভাবেই খেয়াল রাখবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -