Marriage Tips: সামনেই বিয়ে আপনার? এই মানসিক প্রস্তুতিগুলো অবশ্যই নিয়ে নিন
সামনেই আপনার বিয়ে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। শুধু আর্থিক স্বচ্ছলতা ছাড়াও মানসিক প্রস্তুতি প্রয়োজন। আপনি প্রস্তুত তো?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের আগের জীবন ও পরের জীবন একদম আলাদা হয়। সংসারের চাপ, দায়িত্বশীলতা, সঙ্গীর প্রতি যত্নশীল হতে হয়। নতুন মানুষের প্রতি আরও দায়িত্ববান হতে হয়।
বিয়ে শুধু দুটো মানুষের না। দুটো মনের মিল হয়। দুটো পরিবারের মিলন হয়। তাই সবাইকে নিয়ে চলার মানসিকতা আনতে হবে আপনাকে।
বিয়ের আগে আপনার মনে কোনওরকম নেতিবাচক ভাবনাচিন্তা এলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। নইলে বিয়ের পরে কিন্তু সমস্যা তৈরি হতে পারে।
নিজের আর্থ-সামাজিত পরিস্থিতি সম্পর্কে দুজনের জানা ভীষণ জরুরি। এমনকী দুই পরিবারের মানুষেরও জানা উচিৎ সব।
ইগো একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিয়ের আগেই নিজের মধ্যে ইগো সমস্যা থাকলে তা বদলানোর চেষ্টা করুন। নিজের ভুলত্রুটি স্বীকার করার ক্ষমতা রাখুন।
শুধুমাত্র স্বামী-স্ত্রী হিসেবে নয়। বন্ধুত্ব গড়ে তুলুন দুজনের মধ্যে। যে কোনও দাম্পত্য জীবনে বন্ধুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দুজন দুজনের সঙ্গে কথা বলুন। দুজনের ভাল-খারাপ দিকগুলো সম্পর্কে আগে থেকে জানুন। যাতে বৈবাহিক জীবনে এইগুলো কোনও ঝামেলা না তৈরি করে।
প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলাতে হবে, এই মানসিকতা রাখুন। নিজের সত্ত্বা না বদলালেও আপনাকে বুঝতেই হবে যে আপনার জীবনে নতুন এক মানুষ এসেছে। তাঁর পছন্দ-অপছন্দের গুরুত্ব দেওয়াও আপনারই কাজ।
বাবা-মায়ের সঙ্গে কথা বলুন। তাঁদের অভিজ্ঞতা ভীষণ গুরুত্বপূর্ণ আপনার আগামীর জন্য। এছাড়াও বিভিন্ন বন্ধু, পরিবারের মানুষের সঙ্গে কথা বলতে পারেন। নিজের মনকে প্রশ্ন করুন, আপনি বিয়ের জন্য তৈরি তো? তবেই বিয়ের পিঁড়িতে বসুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -