Washing Towels: তোয়ালে কত ঘন ঘন কাচবেন? ঠান্ডা না গরম জলে ভেজাবেন? জানুন খুঁটিনাটি
Hygiene Tips: স্নান করে গা মোছেন বলে, তোয়ালে ময়লা হয় না ভাববেন না যেন! ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
গামছার পরিবর্তে বাড়িতে টাঙানো দড়িতে তোয়ালে জায়গা করে নিয়েছে অনেক আগেই। স্নান করে গা মোছা হোক বা এমনি হাত মোছা, সবেতেই তোয়ালে ব্যবহার করি আমরা।
2/10
কিন্তু তোয়ালে যেহেতু গামছার তুলনায় ভারী, তাই কাচার কথা উঠলে গায়ে জ্বর আসে। ফলে দীর্ঘ সময় না কাচা তোয়ালেই ব্যবহার করি আমরা।
3/10
বিশেষজ্ঞদের মতে, না কেচে বেশিদিন এক তোয়ালে ব্যবহার করা উচিত নয়। কত দিন অন্তর তোয়ালে কাচা উচিত, কীভাবে কাচা উচিত, জেনে নিন।
4/10
স্নান করে যেহেতু গা মোছার কাজে ব্যবহৃত হয়, তাই তোয়ালে ময়লা হয়নি বলে ধরে নিই আমরা। কিন্তু সবে কাচা তোয়ালেতেও জীবাণু, ব্যাকটিরিয়া জমতে পারে, যা আমাদের শরীরে প্রবেশ করতে পারে।
5/10
রোগভোগ এড়াতে হলে তিন-চার বার ব্যবহারের পরই তোয়ালে কাচা উচিত। শরীরচর্চার পর তোয়ালে ব্যবহার করলে, তা সঙ্গে সঙ্গে কেচে নেওয়া ভাল।
6/10
শুধুমাত্র হাত মোছার কাজে ব্যবহৃত তোয়ালে সপ্তাহে একবার কাচলে হবে। কিন্তু বাড়িতে পোষ্য, শিশু থাকলে এবং ঘন ঘন লোকজনের যাতায়াত থাকলে প্রতি দু'-তিন দিন অন্তর তোয়ালে কাচুন।
7/10
তোয়ালে কীভাবে কাচবেন, তার বিবরণ সাধারণত ট্যাগেই লেখা থাকে। যদি না থাকে, সেক্ষেত্রে গরম জলে তোয়ালে কাচুন। এতে সব জীবাণু মারা যাবে।
8/10
বাজারে বায়োলজিক্যাল পাওডার কিনতে পাওয়া যায়। তোয়ালে কাচতে ব্যবহার করলে এর মধ্যে থাকা এনজাইম দাগ তুলতে সাহায্য করবে। তোয়ালে উজ্জ্বল থাকবে।
9/10
তোয়ালে কাচার সময় ফ্যাব্রিক কন্ডিশনার ব্যবহার না করাই ভাল। রং না ওঠে বেছে বেছে তেমন ডিটারজেন্ট কিনুন।
10/10
তোয়ালে নরম রাখতে হলে, ড্রায়ারে শুকিয়ে নিন। তবে তার আগে ভাল করে ঝেড়ে নিন। রোদে দিলে ত্বকে ঘষা লাগে। তার চেয়ে ছায়ার মধ্যে হাওয়া লেগে শুকোতে দিন।
Published at : 02 Oct 2024 07:57 PM (IST)