Flower Care: রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ, ফুলের গাছের যত্ন নেবেন কী করে ?
Flower Care During Winter: রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ, এসময় নানা রঙবেরঙের গাছ লাগিয়ে বসতবাড়ি সাজিয়ে তোলেন শহরবাসী। তবে কীভাবে ফুল গাছের যত্ন করলে, গাছ ভালো থাকবে ? রইল সাতকাহন।
রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ, ফুলের গাছের যত্ন নেবেন কী করে ?
1/10
শীতের মরসুমে আপনি প্রথমত এই ঋতু অনুযায়ী গাছ লাগাতে পারেন। তবে সারা বছর ফুল দেয় এমন গাছও থাকে অনেকের বাড়িতে।
2/10
তবে অনেকসময়ই বাড়িতে ফুলের গাছে ফুল হয় না, এর অনেকগুলি কারণ থাকে। বুঝতে না পারলে অনেক সময় গাছ মরে যেতেও পারে।
3/10
প্রথমত আপনি যে ফুলের গাছগুলি রাখছেন বাড়িতে, সেগুলির ক্ষেত্রে প্রত্যেকেরই রোদ লাগে। কিছু গাছের ক্ষেত্রে রোদ বেশি লাগে। পাতাবাহি হলে রোদ তেমন না হলেও চলে।
4/10
এবার কথা হচ্ছে রোদে রেখেও ফুলের গাছে ফুল ধরছে না। আপনি সেক্ষেত্রে সবার প্রথমে মাটিতে নজর দিন। গোবর সার বা যেকোনও জৈব সার দিয়ে টবে ফুলের গাছ লাগান।
5/10
দ্বিতীয়ত আপনি এনপিকে অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সার দিতে পারেন। এই সার কিনে খুব সামন্য পরিমাণে জলে মিশিয়ে স্প্রে করুন গাছে। দ্রুত ফুল হবে।
6/10
ফুলের গাছে অনেক সময় পোকা বা ছত্রাক ধরলেও গাছে ফুল ধরা বন্ধ হয়। সেক্ষেত্রেও গাছের জন্য ওষুধ ব্যবহার করতে হবে। জৈব সারের দোকানে গেলে সহজেই উপসর্গ জানিয়ে ওষুধ পাবেন।
7/10
কাঠগোলাপের ক্ষেত্রে যেমন অনেক জায়গা লাগে, তেমন গাঁদা ফুলে অল্প জায়গা হলেও হয়ে যায়। আপনাকে বুঝতে হবে, টব পাল্টানোর সময় হয়ে এসেছে কিনা, প্রয়োজনে বড় টবে রাখুন। কাঠগোলাপ জমিতেই ভাল ভাবে বড় হয়ে ওঠে।
8/10
সূর্যমুখী গাছ অনেকেই ভালবাসেন। বাড়ির পূর্বদিকে এই গাছ লাগিয়ে মন ভরাতে পারেন সবার। তবে খালি মাটিতে গাছ লাগালে সেই মাটিতে আগে ক্যাকটাস গাছ লাগানো না হলেই ভাল।
9/10
কলাবতী গাছ এখন প্রায়ই দেখা যায় না , তবে অনেকেই শখ করে এই গাছ বাংলো বাড়ি করে সাজিয়ে রাখেন কৃত্রিম জলাধারের পাশে।
10/10
শীতের আমেজ বাড়ছে, এই সময় ফুল গাছ লাগালে , বাড়ি যেভাবে সেজে ওঠে, সেভাবেই আপনার মন ভালো থাকবে।
Published at : 17 Dec 2022 12:22 AM (IST)