Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cleaning Hairbrush: কত ঘন ঘন পরিষ্কার করবেন চিরুনি? অন্যের চিরুনি ব্যবহার করা কি উচিত?
যতই গা ছাড়া মনোভাব নিয়ে থাকি না কেন আমরা, চুল না আঁচড়ালেই নয়। তবে শুধু চুল আঁচড়ালেই হল না, নিয়মিত পরিষ্কার করা উচিত চিরুনিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক এক করে সেফটি পিন দিয়ে চিরুনি পরিষ্কার করেন কেউ, কেউ আবার ব্রাশ দিয়ে ঘষেন, সাবান জলে ভিজিয়ে রাখেন। কীভাবে সহজে পরিষ্কার হবে চিরুনি, কত ঘন ঘন চিরুনি পরিষ্কার করবেন, জানুন।
প্রথমেই চিরুনিতে আটকে থাকা চুল ঝেড়ে ফেলুন। এবার পাত্রে গরম জল ঢালুন। সঙ্গে মিশিয়ে নিন শ্যাম্পু। চাইলে স্যানিটাইজার দিয়ে মুছে নিতে পারেন চিরুনি। এতে কোনও জীবাণু থাকবে না।
চামচ দিয়ে গরম জলে মিশিয়ে নিন শ্যাম্পু। সেই জলে ফেলে দিন চিরুনিটিকে। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।
গরম জল এবং শ্যাম্পুর সংস্পর্শে এসে খাঁজে জমে থাকা ময়লা ফুলে ওঠে এবং গলে যাওয়ার অবস্থা হয়। ফলে কাজ সহজতর হয়ে ওঠে।
১০-১৫ মিনিট পর জল থেকে তুলে নিন চিরুনি। পুরনো ব্রাশ দিয়ে ঘষে নিন চিরুনি। সব ময়লা সাফ হয়ে যাবে। এবার ধুয়ে নিন জল দিয়ে।
ধুলো-মাটির সংস্পর্শে এসে আমাদের চুলে ময়লা জমে। চুলে তেল লাগালে, জেল লাগালে সেই ময়লা আরও জমাট বাঁধে। চিরুনিতেও ওই ময়লা আটকে যায়, যা থেকে সংক্রমণ ছড়ায়। তাই চিরুনি পরিষ্কার রাখা দরকার।
চুল যদি রং করেন, তাতেও ময়লা জমে চিরুনিতে। তাই চিরুনি পরিষ্কার রাখা যেমন জরুরি, অন্যের চিরুনি ব্যবহার না করাও উচিত।
সাধারণত মাসে একবার পরিষ্কার করি আমরা। কিন্তু চুল যদি বড় হয় এবং কিছু দিন পর পরই ময়লা জমে যায় চিরুনিতে, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে চিরুনি পরিষ্কার করতে পুারেন।
চিরুনি ঘন ঘন পরিষ্কার যদি নাও করতে পারেন, চিরুনিতে আটকে রাখা চুল জমিয়ে রাখবেন না। চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গেই আটকে থাকা চুল ঝেড়ে ফেলে দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -