এসির দরকার নেই, এই উপায়ে তীব্র গরমেও ঠান্ডা থাকবে ঘর
খেস বা পাতলা সুতির পর্দা ব্যবহার করুন। খেয়াল রাখুন এর রঙ যেন হালকা হয়। যা ঘর আড়াল করবে, কিন্তু হাওয়া খেলার সুযোগ থাকবে যথেষ্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘর মোছার সময়ে জলের মধ্যে বেশ খানিকটা নুন মিশিয়ে তা দিয়ে ঘর মুছুন, ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে এতে।
ঘরে আলো কম হলে ঠান্ডা থাকে। যাঁরা কম্পিউটারে কাজ করেন, তাঁদের কম আলোতে অসুবিধে হলে টেবিল ল্যাম্প জ্বেলে নিন। টিউবলাইটের চেয়ে সিএফএল ল্যাম্পের আলো বেশি ঠান্ডা।
কিছু বরফের টুকরো একটি বাটিতে রেখে তা টেবিল রাখতে পারেন । বরফ গলতে শুরু করলে সেই ঠান্ডা হাওয়া ফ্যানের হাওয়ার সঙ্গে ছড়িয়ে পড়বে। ফলে ঘর ঠান্ডা থাকবে ঘর।
সকালের দিকে বা দুপুরে ঘরকে সূর্যের আলো থেকে বাঁচান। যতটা সম্ভব জালনা বন্ধ রাখুন। বা জানলায় ভিজে কাপড় বা গামছাও ঝুলিয়ে রাখতে পারেন।
ঘরের মধ্যে গাছ রাখুন। গাছ তাপও শুষে নেয়। মানিপ্লান্ট, অ্যালোভেরা, স্নেক প্লান্ট, অ্যারিকা পাম ঘরে দিব্যি সুন্দর লাগে দেখতে।
প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেন না। ঘরে টিউব লাইট ব্যবহার করুন। সম্ভব হলে কম আলোর এলইডি আলোও ব্যবহার করতে পারেন।
বিছানার চাদর, বেডকভার ব্যবহার করুন হালকা রঙের পাতলা সুতির। তুলো তাপ টানে। তাই বালিশে তুলোর বদলে অন্যকিছু ভরতে পারেন।
যতটা সম্ভব ঘর ফাঁকা রাখুন। ঘরের মেঝেতে পাতা কার্পেট তুলে দিতে পারেন। ভেলভেট জাতীয় সোফা কভার বা অন্য কিছু থাকলে তাও সরিয়ে ফেলুন। এতে ঘরে হাওয়া চলাচল করবে।
ঘরে সাদা রঙে রং করতে পারেন। এর ফলে সূর্যের আলো কম শোষিত হবে, অধিকাংশ সূর্যের আলো প্রতিফলিত হয়ে যাবে। ফলে, স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকবে ঘর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -