এসির দরকার নেই, এই উপায়ে তীব্র গরমেও ঠান্ডা থাকবে ঘর

ঘর ঠান্ডা রাখুন এভাবে

1/10
খেস বা পাতলা সুতির পর্দা ব্যবহার করুন। খেয়াল রাখুন এর রঙ যেন হালকা হয়। যা ঘর আড়াল করবে, কিন্তু হাওয়া খেলার সুযোগ থাকবে যথেষ্ট।
2/10
ঘর মোছার সময়ে জলের মধ্যে বেশ খানিকটা নুন মিশিয়ে তা দিয়ে ঘর মুছুন, ঘরের তাপমাত্রা অনেকটাই কমবে এতে।
3/10
ঘরে আলো কম হলে ঠান্ডা থাকে। যাঁরা কম্পিউটারে কাজ করেন, তাঁদের কম আলোতে অসুবিধে হলে টেবিল ল্যাম্প জ্বেলে নিন। টিউবলাইটের চেয়ে সিএফএল ল্যাম্পের আলো বেশি ঠান্ডা।
4/10
কিছু বরফের টুকরো একটি বাটিতে রেখে তা টেবিল রাখতে পারেন । বরফ গলতে শুরু করলে সেই ঠান্ডা হাওয়া ফ্যানের হাওয়ার সঙ্গে ছড়িয়ে পড়বে। ফলে ঘর ঠান্ডা থাকবে ঘর।
5/10
সকালের দিকে বা দুপুরে ঘরকে সূর্যের আলো থেকে বাঁচান। যতটা সম্ভব জালনা বন্ধ রাখুন। বা জানলায় ভিজে কাপড় বা গামছাও ঝুলিয়ে রাখতে পারেন।
6/10
ঘরের মধ্যে গাছ রাখুন। গাছ তাপও শুষে নেয়। মানিপ্লান্ট, অ্যালোভেরা, স্নেক প্লান্ট, অ্যারিকা পাম ঘরে দিব্যি সুন্দর লাগে দেখতে।
7/10
প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেন না। ঘরে টিউব লাইট ব্যবহার করুন। সম্ভব হলে কম আলোর এলইডি আলোও ব্যবহার করতে পারেন।
8/10
বিছানার চাদর, বেডকভার ব্যবহার করুন হালকা রঙের পাতলা সুতির। তুলো তাপ টানে। তাই বালিশে তুলোর বদলে অন্যকিছু ভরতে পারেন।
9/10
যতটা সম্ভব ঘর ফাঁকা রাখুন। ঘরের মেঝেতে পাতা কার্পেট তুলে দিতে পারেন। ভেলভেট জাতীয় সোফা কভার বা অন্য কিছু থাকলে তাও সরিয়ে ফেলুন। এতে ঘরে হাওয়া চলাচল করবে।
10/10
ঘরে সাদা রঙে রং করতে পারেন। এর ফলে সূর্যের আলো কম শোষিত হবে, অধিকাংশ সূর্যের আলো প্রতিফলিত হয়ে যাবে। ফলে, স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকবে ঘর।
Sponsored Links by Taboola