IPL 2022: এবারের আইপিএল মরসুমে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন যেই ৫ ব্য়াটার
এবার ঈশান কিষাণকে বিস্ফোরক মেজাজে দেখা যেতে পারে। তাঁকে নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ১৫.২৫ কোটিতে কিনেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুইন্টন ডি কক এবার মুম্বইয়ে নেই। ফলে রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরুতে নামতে দেখা যাবে তাঁকে।
কে এল রাহুল রয়েছেন এই তালিকায়। আগের ২ মরসুমে আইপিএলে ৬০০-র বেশি রান করেছিলেন রাহুল।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থও এই মরসুমে অরেঞ্জ ক্যাপ জয়ের দাবিদার। আইপিএল ২০২১ মরসুমেও পন্থের ব্যাট থেকে ৪১৯ রান উঠেছিল।
২০১৮ সালে ৬৮৪ রান করেছিলেন আইপিএলে। এবারও ব্যাটে চমক দেখাতে পারেন তিনি।
গ্লেন ম্যাক্সওয়েল বরাবরই বিধ্বংসী ব্য়াটার। ২০২২ সালে অরেঞ্জ ক্যাপ জয়ের অন্যতম দাবিদার তিনি। ২০২১ সালে ১৪৪ স্ট্রাইক রেটে ৫১৩ রান করেছিলেন।
রাহুল এবার পঞ্জাব কিংসে আর নেই। তিনি এবার লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন।
সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও তালিকায় নিঃসন্দেহে রয়েছেন বিরাট কোহলি। কে না বলতে পারে প্রায় আড়াই বছর ধরে অধরা শতরান আইপিএলেই চলে আসতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -