Travel Tips: উচ্চতায় কষ্ট? নিয়মগুলি মানলেই সুস্থ থাকতে পারেন
'অল্টিটিউড সিকনেস' থেকে কী ভাবে রক্ষা করবেন নিজেকে?
1/8
পাহাড় মানে অনেকের কাছেই অমোঘ হাতছানি। কিন্তু সেখানে যাওয়ার রাস্তা বেশিরভাগ সময়ই বিপদসঙ্কুল।
2/8
অসুবিধা বেশ কয়েকটি। যার অন্যতম অক্সিজেনের অভাব। ভূ-পৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায়, ততই অক্সিজেনের মাত্রা কমতে থাকে।
3/8
বহু সময়ই তাই উঁচু জায়গায় গেলে অসুস্থতা দেখা দিতে পারে। যার নাম 'অল্টিটিউড সিকনেস'।
4/8
তবে কয়েকটি দিকে খেয়াল রাখলেই এই 'অল্টিটিউড সিকনেস' অনেকটা সামলে নেওয়া যেতে পারে।
5/8
একধাক্কায় অনেকটা উঁচু জায়গায় উঠে যাওয়া উচিত নয়। উচ্চতার সঙ্গে শরীর যাতে ধাতস্থ হতে পারে সেটা বুঝেই সফরসূচি বানানো উচিত।
6/8
ট্রাভেল ব্যাগে সব সময় একটা ফার্স্ট এড কিট যেন থাকে। কার্বোহাইড্রেট সমৃদ্ধ স্ন্যাকক্স., সানস্ক্রিন, জল ইত্যাদি অতি অবশ্যই থাকতে হবে তাতে।
7/8
শরীরে জলের অভাব যেন না হয়। কারণ জলাভাব হলে মাথাব্যথা হতে পারে, বাড়তে পারে 'মাউন্টেন সিকনেস।'
8/8
সমতল থেকে উঁচুতে থাকলে ধূমপান ও মদ্যপান না করাই ভালো। না হলে ফুসফুস থেকে দেহের অন্যত্র অক্সিজেন যাওয়ায় বাধা দেখা দিতে পারে।
Published at : 22 Jul 2022 12:00 PM (IST)