Lifestyle: চুলের ক্ষতি না করে ব্লো ড্রাই? মনে রাখুন এই টিপস
Blow Drying Your Hair:হঠাৎ পার্টি? বা ফর্মাল মিটিং? চুলের হাল খুব একটা সুবিধার নয়। কী করবেন ভেবে পাচ্ছেন না? এমন সব পরিস্থিতিতে শ্য়াম্পুর পর আকছার মুশকিল আসান হয়ে দাঁড়ায় ব্লো ড্রাই।
চুলের ক্ষতি না করে ব্লো ড্রাই? মনে রাখুন এই টিপস
1/8
হঠাৎ পার্টি? বা ফর্মাল মিটিং? চুলের হাল খুব একটা সুবিধার নয়। কী করবেন ভেবে পাচ্ছেন না?
2/8
এমন সব পরিস্থিতিতে শ্য়াম্পুর পর আকছার 'মুশকিল আসান' হয়ে দাঁড়ায় ব্লো ড্রাই। চুল সেট, ঝটপট 'শাইন'-ও রেডি।
3/8
কিন্তু ব্লো ড্রাই-তে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা যে বেশি, সে কথা খেয়াল থাকছে তো?
4/8
ব্লো ড্রাই করলেও যাতে চুলের ক্ষতির বহর কমানো যায়, সে জন্য় কয়েকটি টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
5/8
চুলে ভাল করে কন্ডিশনার লাগিয়ে নিন। এতে ব্লো ড্রাইং-র ক্ষতিকর প্রভাব অনেকটাই আটকানো যাবে।
6/8
ব্লো ড্রাই করার আগে অবশ্যই একটি 'হেয়ার প্রোটেকশন সেরাম' ব্যবহার করুন। এতে চুলের উপরের অংশে একটি সুরক্ষা আবরণ তৈরি হয়।
7/8
ব্লো ড্রাইয়ের সময় কোল্ড এয়ার সেট করার চেষ্টা করুন। এতে চুলের গঠন সরু হওয়ার প্রবণতা কমবে।
8/8
পুরো ভেজা চুল ব্লো ড্রাই করবেন না। কিছুটা ছেড়ে রেখে শুকিয়ে নিন। তার পর ব্লো ড্রাই করুন। এতে ব্লো ড্রাইয়ে কম সময় লাগবে, চুলেরও কম ক্ষতি হবে।
Published at : 15 Sep 2022 05:24 PM (IST)