Workout in Holidays: বেড়াতে গিয়ে শরীরচর্চার রুটিনে ফাঁকি নয়, কীভাবে করবেন ওয়ার্কআউট, রইল কিছু সহজ টিপস
Workout: যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন সেখানে হোটেলের ঘরেই সেরে নিতে পারেন সাধারণ কিছু একসারসাইজ। যেমন স্ট্রেচিং, ফ্রি-হ্যান্ড এগুলো করা যেতেই পারে। তবে চোট-আঘাত যাতে না লাগে সেদিকে নজর রাখবেন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
বেড়াতে গিয়ে অনেকসময়েই আমাদের শরীরচর্চার রুটিনে একটু রদবদল হয়। নতুন জায়গায় কীভাবে ওয়ার্ক আউট করবেন সেটা বুঝতে পারেন না অনেকেই।
2/10
তবে শরীরচর্চার রুটিনে কিন্তু গাফিলতি করলে চলবে না। বিশেষ করে যাঁরা ফিটনেস ফ্রিক তাঁরা এই বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকেন। সেক্ষেত্রে কয়েকটি সহজ টিপস মেনে চললে সুবিধা হয়।
3/10
যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন সেখানে হোটেলের ঘরেই সেরে নিতে পারেন সাধারণ কিছু একসারসাইজ। যেমন স্ট্রেচিং, ফ্রি-হ্যান্ড এগুলো করা যেতেই পারে। তবে চোট-আঘাত যাতে না লাগে সেদিকে নজর রাখবেন।
4/10
বাইরে বেড়াতে গেলে এমনিতেই বেশ হাঁটাহাঁটি হয়। তাই যাঁরা হাঁটতে পছন্দ করেন, তাঁরা রোজ কিছুটা হাঁটাহাঁটি করে নিলেই ওয়ার্ক আউট বা শরীর চর্চার কোটা অনেকটাই পূরণ হয়ে যায়।
5/10
শরীরচর্চার জন্য ছোটখাটো সরঞ্জাম সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারেন। এক্ষেত্রে বেশ কাজে লাগে স্কিপিং করার রোপ বা দড়ি। দিনের শুরুতে একটু স্কিপিং করে নিলে সারাদিন বেশ ঝরঝরে লাগবে আপনার।
6/10
সমুদ্রের এলাকায় বেড়াতে গেলে সি-বিচে সকালবেলা সূর্যোদয় দেখার সঙ্গে সঙ্গে একটু হাঁটাহাঁটি বা দৌড়ে নিতে পারেন। তবে বালির মধ্যে হাঁটাচলা বা দৌড়োনোর ক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। অসাবধান হলে চোট পেতে পারেন।
7/10
যদি আপনি আপনার প্রিয় সঙ্গীর সঙ্গে বেড়াতে যান, কিংবা সঙ্গে থাকে কোনও বন্ধু, তাহলে একসঙ্গে শরীরচর্চা করুন। এর ফলে আলস্য লাগবে না। বরং একসঙ্গে ওয়ার্ক আউট করতে বেশ মজাই পাবেন।
8/10
বাইরে বেড়াতে গেলে সবসময়েই সাধারণ একসারসাইজ করবেন। জটিল কোনও একসারসাইজ করতে গেলে চোট আঘাতের সম্ভাবনা থাকে। তাই সেইসব এড়িয়ে চলাই ভাল।
9/10
ফ্রি-হ্যান্ড, জগিং, হাঁটা, দৌড়ানোর পাশাপাশি হোটেল থেকে বেরোতে ইচ্ছে না করে ঘরের ভিতরেই অভ্যাস করতে পারেন যোগাসন।
10/10
অনেক ক্ষেত্রেই বেড়ানোর জায়গায় সাইক্লিং করার সুবিধা থাকে। সেই সুযোগ পেলে অবশ্যই সাইক্লিং করে নিন। এর ফলে শরীর ঝরঝরে থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকা বেশ ভালভাবে ঘুরে দেখাও হয়ে যাবে।
Published at : 16 Mar 2023 10:56 PM (IST)