Control Freak Person: নিজের ভুল দেখতে পান না, অন্যের উপর ছড়ি ঘোরাতে পারলেই হল, যে লক্ষণ দেখে চিনবেন এমন মানুষদের
Dominating Nature: অন্যের উপর ছড়ি ঘোরানো স্বভাব হয় কিছু মানুষের। কী করে চিনবেন তাঁদের জেনে নিন।
ছবি: পিক্সাবে।
1/11
ভালবাসার সঙ্গে আপনা থেকেই জন্মায় অধিকারবোধ। প্রিয় মানুষটিকে সারাক্ষণ দেখতে পাওয়া, তাঁকে আগলে রাখার তাগিদ অনুভব করি আমরা। কিন্তু এই অধিকার বোধ কখনও সখনও মাত্রা ছাড়ায়।
2/11
প্রেমের সম্পর্ক হোক বা সামাজিক অন্য যে কোনও সম্পর্ক, একটা সময় আসে যখন অধিকার বোধ কর্তৃত্ব ফলানোয় পর্যবসিত হয়। সারাক্ষণ ছড়ি ঘোরানো, নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়।
3/11
প্রেমিক হোক বা নিজের পরিবারের সদস্য, অথবা অফিসের বস, কর্তৃত্ব ফলানো, জোর করে নিজের মতামত চাপিয়ে দেওয়া, অহরহ চোখের সামনে এমনটি ঘটতে দেখি আমরা। গোড়াতেই এমন মানুষকে চিনে নেওয়া সম্ভব কিছু আচরণ দেখে।
4/11
সারাক্ষণ অন্যের ভুল ধরার অভ্যাস থাকে এই ধরনের মানুষের। পান থেকে চুন খসলেই মেজাজ হারান এঁরা। স্থান, কাল, পাত্রও দেখেন না। সামান্য বিচ্যুতি দেখলেই মেজাজ বিগড়ে যায় এঁদের।
5/11
মানুষ সামাজিক জীব। তাই চারপাশের সকলকে নিয়েই চলতে হয়। কিন্ততু কর্তৃত্ব ফলানো স্বভাব যাঁদের, সবকিছু নিজের মর্জিতে চালাতে চান তাঁরা। মানিয়ে নিতে পারেন না একেবারেই। সামান্য ত্রুটি দেখলেই পাড়া মাথায় করে ফেলেন।
6/11
সম্পর্ক হোক বা কাজ, কাঁধে কাঁধ মিলিয়েই চলতে হয়। কিন্তু কিছু মানুষ রয়েছেন, গোটাটাই নিজের কাঁধে নিয়ে ফেলেন। অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে একাহাতে সব করতে যান। অন্যকে এঁরা খুব একটা বিশ্বাসও করতে পারেন না।
7/11
ঝগড়া হোক বা তর্ক-বিতর্ক, যেন তেন প্রকারে জেতাই লক্ষ্য হয় কিছু মানুষের। নিজের কোনও দোষ দেখতে পান না এঁরা। সমস্যা সমাধানের চেয়ে, এঁরা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণেই বেশি আগ্রহী।
8/11
এই ধরনের মানুষ ব্যক্তিগত জীবনে অসুখী হন। চারপাশের সকলের সমালোচনা করেই দিন কেটে যায় এঁদের। চারপাশের লোকজনকে বাধ্য করেন নির্দেশ মেনে চলতে। তা না হলেই অশান্তি বাধান।
9/11
ক্ষণে ক্ষণে মেজাজ পাল্টায় কিছু মানুষের। সারাক্ষণ কেমন নৈরাশ্য ভর করে থাকে। অত্যন্ত দুশ্চিন্তাও করেন। কোনও কিছুতেই খুশি হন না এঁরা। আবার নিজের ব্যর্থতাও মানতে চান না।
10/11
অন্যের উপর ছড়ি ঘোরাতে পছন্দ করেন এই ধরনের মানুষ। নিজের অঙ্গুলিহেলনে দুনিয়াকে চালাতে চান। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পরিবার, বন্ধু বান্ধব, সতীর্থকে কাজে লাগান। তার পরেও যদি লক্ষ্যে পৌঁছতে বাধ্য হন, বাকিদেরই দোষারোপ করেন।
11/11
নিজের ভাবমূর্তি নিয়ে অত্যন্ত সচেতন হন এঁরা। কে কী ভাবল, কে কী বলল, এঁদের মাথায় ঘোরে সারা ক্ষণ। তাই খেজুরে আলাপ জমান নিজে থেকেই। দেখনদারিও রয়েছে যথেষ্ট।
Published at : 17 May 2023 04:06 PM (IST)