Real Paneer : ভেজাল পনির খাচ্ছেন না তো ? বাড়িতেই পরীক্ষা করুন এই সহজ উপায়ে
Identify Real Paneer: পনির কেনার আগে ও পরে যেগুলি করলে, আপনি বুঝে যাবেন সেটি ভেজাল কিনা ? রইল ঘরোয়া পদ্ধতি
ভেজাল পনির খাচ্ছেন না তো ? বাড়িতেই পরীক্ষা করুন এই সহজ উপায়ে
1/10
পনির কেনার আগে আপনার হাতে স্ম্যাশ করুন। তারপর খেয়াল করুন। যদি এটা ভেঙে টুকরো হয়ে যায়, তাহলে এটা ভেজাল।
2/10
মূলত ভেজাল পনির তৈরি হয়, স্কিমড মিল্ক পাউডার দিয়ে। আর এই পাউডার দিয়ে তৈরি হলে তবে এমন গঠন সম্ভব।
3/10
স্কিমড মিল্ক পাউডার তৈরি পনির আপনার পাচনতন্ত্রের ক্ষতি করতে পারে। পেট খারাপ হতে পারে।
4/10
পনির বিশুদ্ধ কিনা, তা বুঝতে আয়োডিন টিংচার ব্যবহার করতে পারেন।
5/10
প্রথমে বাজার থেকে আনা পনির একটি পাত্রে ভিজিয়ে রাখুন। এবং তাতে কয়েক ফোঁটা আয়োডিন টিংচার যোগ করুন।
6/10
এবার মনযোগ দিয়ে দেখুন, আপনার পনিরের রঙ নীল হয়ে যাচ্ছে কিনা, যদি নীল হয়, তাহলে কৃত্রিম পনির।
7/10
পনিরের বিশুদ্ধতা চেক করতে অড়হড় ডালের গুড়ো বা সয়াবিন ব্যবহার করতে পারেন। প্রথমে ফুটন্ত জলে পনির ছেড়ে দিন।
8/10
এরপর অড়হড় ডালের গুড়ো মিশিয়ে ১০ মিনিট রেখে দিন, পনিরের রঙ হালকা লাল হলে, বুঝবেন পনিরটি ডিটারজেন্ট বা ইউরিয়া থেকে তৈরি হয়েছে। যা শরীরের জন্য খুব ক্ষতিকর।
9/10
মূলত পনিরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম থাকে।
10/10
ভাল ক্লোরেস্টেরল বাড়িয়ে তোলে পনির এবং হার্টকেও সুস্থ রাখে। তাই বিশুদ্ধ পনির সবসময়ই স্বাস্থ্যকর।
Published at : 10 Jan 2024 08:58 AM (IST)