Relationship Tips: সম্পর্ক একতরফা নয় তো! ভবিষ্যৎ পরিকল্পনার আগে যাচাই করে নিন
One Sided Relationship: সম্পর্কে শুধু একাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন! সাড়া মিলছে না অন্য দিক থেকে! সতর্ক হোন।
ছবি: ফ্রিপিক।
1/10
ভালবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। আজ বলে নয়, এই ধারণা চিরকালের। ভালবাসা দিলে, পরিবর্তে ভালবাসাই পাওয়া যায় বলে প্রচলিত রয়েছে বিশ্বাস।
2/10
কিন্তু একতরফা ভালবাসা, একতরফা সম্পর্কও হয় আজকের দুনিয়ায়। যেখানে একজন একেবারে নিবেদিত প্রাণ হন, অন্য জনের তরফে তেমন চেষ্টাই দেখা যায় না। শুধু প্রেম নয়, সামাজিক যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই ঘটতে পারে এমনটা
3/10
সামনের জনের থেকে তেমন প্রতিক্রিয়া মিলছে না জেনেও চেষ্টা চালিয়ে যাই আমরা। তাতে নিজের কাছেই জবাবদিহি করতে পারি না অনেক সময়। সম্পর্ক যে একতরফা, তা কী করে বুঝবেন, এমন পরিস্থিতিতে কীই বা করবেন, জেনে নিন।
4/10
সম্পর্ক টিকিয়ে রাখতে হয়ত চেষ্টায় খামতি রাখছেন না আপনি। কিন্তু সামনের জনের তেমন হেলদোল নেই। আপনি হয়ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর মতামত নেন। কিন্তু তাঁর জীবনের অনেক কিছুই অগোচরে থেকে যায় আপনার।
5/10
তিনি বিপদে পড়লে আপানর সহায় হন। তাঁকে আগলে রাখতে আপনিও পিছপা হন না। কিন্তু একই পরিস্থিতিতে আপনার পাশে পাওয়া যায় না তাঁকে। তাঁর সবকিছু নিয়ে আপনি মাথা ঘামান, কিন্তু আপনার ব্যাপারে উদাসীন তিনি।
6/10
যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতার। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দু’জনের মতামতই প্রয়োজন। কিন্তু আপনার মতামতের তোয়াক্কা না কের নিজের ভাবনা যদি আপনার উপর চাপিয়ে দেন কেউ, সতর্ক হোন।
7/10
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে মন খুলে কথা বলার সুযোগ থাকা জরুরি। কিন্তু কোথাও হয়ত দ্বিধা-দ্বন্দ্ব থেকে যাচ্ছে। যেনতেন প্রকারে সামনের জন আলোচনা এড়িয়ে যাচ্ছেন। তিনি আপনাকে দেখেও দেখছেন না বলে অনুভূত হতে পারে। এমন পরিস্থিতিতেও সম্পর্ক নিয়ে ভাবা প্রয়োজন।
8/10
দুই ভিন্ন চরিত্রের মানুষ সম্পর্কে লিপ্ত হলে কোথাও কোথাও আপস করতে হয়। কিন্তু একা আপনিই শুধু আপস করে চলেছেন, তিনি নিজেরটা বুঝে নিচ্ছেন, সম্পর্কে এমনটা চলতে পারে না। কোনও কিছুর দায়িত্ব নেওয়ার পরিবর্তে শুধু যদি অজুহাত দিয়ে যান সামনের জন, সতর্ক হোন।
9/10
একতরফা সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয়। কিন্তু এক্ষেত্রে আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। নিজে ঠিক কী চান এবং আসলে পাচ্ছেন কী, তা ভেবে দেখুন। সামনের জনকে খোলাখুলি সেকথা জানান। তার পরও যদি তাঁর মধ্যে হেলদোল না থাকে, সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভাল।
10/10
সম্পর্ককে সময় দিতে হয় বইকি! কিন্তু আদি-অনন্তকাল একই জিনিস চলতে পারে না। এতে নিজের প্রতিও বিরক্তি জন্মায়। অবসাদগ্রস্ত হয়ে পড়ি, ভবিষ্যৎ জীবনেও এর প্রভাব পড়ে। তাই সম্পর্ক কোন দিকে এগোচ্ছে, ভবিষ্যৎই বা কী, তা বিবেচনা করে দেখা প্রয়োজন। যত তাড়াতাড়ি সব কছু পরিষ্কার হয়ে যায়, ততই ভাল। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Published at : 19 Sep 2023 01:04 PM (IST)