Relationship Wandering Eye :কী করে বুঝবেন আপনার সঙ্গীর চোখ অন্য দিকে ঘুরে বেড়ায় কি না ! Wandering Eye নয় তো?
সম্পর্কে আছেন, হয়ত বেশ ভালরকমই গভীর আপনাদের সম্পর্ক। কিন্তু সঙ্গীর চোখ ঘোরে এদিক-ওদিক। কী করবেন ? বুঝবেনই বা কীভাবে ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটা সম্পর্কে থেকেও অনেকের মনই অন্যদিকে যায়। তাকেই বলে wandering eye ! এবার আপনি বুঝবেন কী করে আপনার সঙ্গী সুন্দর দেখলেই ভেসে যান কি না ?
সম্পর্কে থাকা অবস্থাতেই অনেকে অন্যের সৌন্দর্যের তারিফ করেন বা কাছে আসতে চান কিংবা ডেটে যেতে চান। এখন প্রশ্ন, অন্যের দিকে কতটা অবধি ঝুঁকলে আপনার কোনও সমস্যা হবে না ?
হয়ত আপনার সঙ্গী এতটাই সতর্ক যে বুঝতেও দেন না তিনি অন্য কারও প্রতিও অনুরক্ত ! হয়ত একদিন আপনি জানতে পারলেন, অনেক দুষ্টু-মিষ্টি বার্তা বা প্রস্তাব তিনি আপনার বান্ধবীকেও পাঠিয়েছেন। এই -অভ্যেসটাই wandering eye এর লক্ষণ ।
বেশিরভাগ ক্ষেত্রে wandering eye মানে শরীরীভাবে জড়িয়ে পড়া নয়। হয়ত প্রণয়সূচক মেসেজ পাঠানো, ইঙ্গিতবহ প্রশংসা করা, বা ঘনিষ্ঠ মুহূর্তে অন্য কাউকে কল্পনা করা। কিন্তু এগুলি হঠাৎ একদিন সামনে চলে এলে মনে হয় বিশ্বাসঘাতকতা।
আপনার সঙ্গী কি ক্রমাগত টেক্সট করেন? সে-সময় আর কিছু খেয়াল রাখেন না ? আপনার সামনে ফোন বা চ্যাটবক্স খুলে রাখতে স্বচ্ছন্দ বোধ করেন না ? তাহলে সতর্ক থাকুন। তবে অযথা সন্দেহ করবেন না। তিনি হয়ত আপনার প্রতিই কমিটেড কিন্তু পার্সোনাল স্পেসে বিশ্বাসী।
আপনার সঙ্গী কি সকলের সামনে আপনাকে আলাদা করে গুরুত্ব দেন না ? পরিচয় দিতে চান না বিশেষ কেউ হিসেবে ? তাহলে তাকে খোলাখুলি জিগ্যেস করুন।
হয়ত অনেকেই সৌন্দর্যের প্রশংসা করে থাকেন তবে ওইটুকুই। সীমা অতিক্রম করেন না। সেক্ষেত্রে আপনার খারাপ লাগলে কথা বলে নিতে পারেন।
কারও ওপর দোষ চাপিয়ে দেওয়ার আগে নিজেও ভেবে দেখুন, আপনারও কি মন অন্যদিকে আকর্ষিত হয় না ? সেক্ষেত্রে কি আপনি নিজের কাজকে অপরাধ বলবেন? আসলে Wandering Eyes খুব বিরল বা গুরুতর সমস্যা নয়। তবে তা কতটা দূর অবধি যেতে পারে, তা নির্ভর করা দরকার নিজেদের মধ্যে বোঝাপড়ার উপর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -