Easy Popcorn Recipe: বাড়িতে পপকর্ন তৈরি করার সবথেকে সহজ পদ্ধতি
পপকর্ন তৈরি করার জন্য লাগবে তিন চামচ নারকেল তেল অথবা অলিভ অয়েল। এছাড়াও রান্নায় ব্যবহার হয় এমন যেকোনও তেলেই পপকর্ন তৈরি করতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপপকর্নের দানা অর্ধেক কাপ। কেনার সময় দেখে নেবেন পপকর্নে দানার মান যেন ভাল হয়।
এক চামচ মাখন। পপকর্নের স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আপনি ইচ্ছে হলে ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। নুন স্বাদমতো।
প্রথমে উঁচু একটি পাত্র গরম করতে দিন। পাত্রটি গরম হলে তাতে তেল গরম করতে হবে। বিশেষজ্ঞরা জানান, অলিভ অয়েল খুব বেশি গরম করলে পুড়ে যেতে পারে। আবার নারকেল তেল গরম হতে তুলনায় বেশি সময় নেয়।
এবার তেলের মধ্য়ে কয়েকটা পপকর্নের দানা দিয়ে দেখে নিন তেল সঠিকভাবে গরম হয়েছে কিনা। তেল সঠিকভাবে গরম হলে তবেই ভালোভাবে তৈরি হবে।
তেলে দেওয়া পপকর্নের দানা যদি ফুটে ওঠে, তাহলে বাকি পপকর্নের দানাগুলি দিয়ে দিন। কড়াইয়ের মুখে একটা ঢাকা দিয়ে দিন, যাতে সেগুলি তৈরি হয়ে বাইরে না ছুটকে পড়ে।
আঁচ অবশ্যই হালকা রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। তেল যদি খুব গরম হয়ে যায়, তাহলে আঁচ বন্ধও করে দিতে পারেন।
৩০ সেকেন্ড পর কড়াইয়ের মুখের ঢাকনা খুলে দেখে নিন সমস্তটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। এবার ফের ঢাকা দিন।
পপকর্ন তৈরি হয়ে গিয়েছে। একটি বড় পাত্রে ঢেলে নামিয়ে নিন।
স্বাদ বৃদ্ধির জন্য সেই কড়াইতেই মাখন গলিয়ে নিন। এবার তার মধ্যে তৈরি হওয়া পপকর্ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিন। আর নামিয়ে পরিবেশন করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -