Butterscotch Ice Cream: কীভাবে ঘরে বসেই বানাবেন সুস্বাদু বাটারস্কচ আইসক্রিম ?

Tasty Butterscotch Ice Cream: বাটারস্কচ আইসক্রিম বানাতে চিনি, কাজুবাদাম, মাখন, লো ফ্যাট ক্রিম, দুধ, বাটারস্কচ এসেন্স লাগবে।

কীভাবে ঘরে বসেই বানাবেন সুস্বাদু বাটারস্কচ আইসক্রিম ?

1/10
বাটারস্কচ আইসক্রিম বানাতে চিনি, কাজুবাদাম, মাখন, লো ফ্যাট ক্রিম, দুধ, বাটারস্কচ এসেন্স লাগবে।
2/10
সবার প্রথমে সকল উপকরণগুলিকে আলাদা আলাদা বাটিতে সাজিয়ে নিন।
3/10
এরপর একটি আলাদা পাত্র নিয়ে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করুন।
4/10
তারপর হালকা আঁচে মাখন, কাজুবাদাম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
5/10
এরপর ধৈর্য্য সহকারে ঠান্ডা করে কিচেন টাওয়েল রেখে বেলন দিয়ে বেলে নিন।
6/10
পাত্রের উপর ক্রিম বিটার দিয়ে ভাল করে বিট করুন, এর মাঝে চিনির গুড়ো মিশিয়ে ফের করুন।
7/10
এরপর এতে দুধ , বাটারস্কচ এসেন্স, ক্যারামেল, বাদামকুচি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা।
8/10
আপনার বাটারস্কচ আইসক্রিম তৈরি, এবার সুন্দর চিনামাটির পাত্রে সবাইকে পরিবেশন করুন।
9/10
তবে শরীরের দিকেও নজর রাখবেন। সর্দি-কাশি হলে আইসক্রিম খাওয়া থেকে বিরত থাকুন।
10/10
সুস্থ থাকলে আইসক্রিম খাওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিন।
Sponsored Links by Taboola