Tasty Lassi: বাড়িতে বসে কীভাবে বানাবেন সুস্বাদু লস্যি ?
Lassi at home: রাজ্যে তীব্র গরমের মাঝেই লস্যির স্বাদ কে না নিতে চায়। আর খেলেই শীতল অনুভূতি।
বাড়িতে বসে কীভাবে বানাবেন সুস্বাদু লস্যি ?
1/10
রাজ্যে তীব্র গরমের মাঝেই লস্যির স্বাদ কে না নিতে চায়। আর খেলেই শীতল অনুভূতি।
2/10
কিন্তু কথা হচ্ছে অনেকসময়ই দোকানের লস্যি এড়িয়ে যান অনেকে। মূলত স্বাস্থ্য সচেতন হলে অনেকেই বাইরে বের হলেও তেমনভাবে কোনও খাবার খান। তাই সেই তালিকায় থেকে যায় কখনও প্রিয় লস্যি।
3/10
তাহলে উপায় কী ? বাড়িতে বসে লস্যি বানাতে কী কী লাগবে। বানানোটা কি খুব কঠিন।
4/10
লস্যি বানানোর জন্য অন্যতম প্রয়োজনীয় উপকরণ হল টক দই। চিনি, বিট নুন। আর প্রয়োজনে লস্যির স্বাদ বাড়াতে আরও অনেক কিছুই দিতে পারেন।
5/10
দোকানের মতোই অনেকেই বাড়িতে বানাতে চান। সেক্ষেত্রে একটু বেশি সুন্দর করে বানাতে চাইলে, আপনি ড্রাই ফুড নিতে পারেন।
6/10
কাজু, পেস্তা দিয়েও খুব সুন্দর লস্যি বানানো হয়। অনেকে এটা মিশিয়ে দেন। অনেকে আবার লস্যি বানানোর পর গ্লাসের উপরে ছড়িয়ে দেন। কেশরও ছড়িয়ে দেন অনেকে।
7/10
মূলত গরম কাটাতে ওস্তাদ টক দই। আর সেই দিক থেকে দেখতে গেলে লস্যি খেয়ে সত্যিই শরীর ঠান্ডা হয় বলে মত বিশেষজ্ঞদের।
8/10
তবে সর্দি লাগলে ঠান্ডা লস্যি এড়িয়ে যাওয়াই ভাল। শরীর ফিট থাকলে হালকা বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
9/10
অনেকেই লস্যির রঙ আনতে ফুড কালার দেন। তবে এ থেকে বিরত থাকলেও ভাল হয়। কারণ সেক্ষেত্রে লস্যি কোনও প্রভাব ফেলে না।
10/10
অনেকেই লস্যি বানানোর ক্ষেত্রে গোলাপের পাপড়িকেও প্রাধান্য দেন। তবে সাধারণভাবে বানানো লস্যিই দীর্ঘসময় ধরে শরীরকে তাজা রাখে।
Published at : 22 May 2023 04:38 PM (IST)