Summer Cool Interior Tips: গরমকালে যেভাবে সাজালে বাড়ি ঠান্ডাও থাকবে আবার স্টাইলিশও দেখাবে
গরমে বাড়ি ঠান্ডা রাখার পদ্ধতি
1/10
গরমকালে সুস্থ থাকতে শরীর এবং চারপাশ ঠান্ডা থাকা খুবই জরুরি। তবেই হিট স্ট্রোক এবং আরও নানা অসুখ প্রতিরোধ করা সম্ভব।
2/10
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য একাধিক উপায় রয়েছে। তার জন্য খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
3/10
শরীর ঠান্ডা রাখার পাশাপাশি গরমকালে ঠান্ডা রাখা সম্ভব বাড়িটিকেও। প্রতিক্ষেত্রে বাড়ি ঠান্ডা রাখার জন্য এসির ব্যবহার না করলেও চলে। এছাড়াও বাড়ি সাজানোর পদ্ধতিতে কিছু বদল নিয়ে আসলেও ঠান্ডা থাকে।
4/10
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে বাড়ি ঠান্ডা রাখতে বদলে ফেলুন বাড়ির সমস্ত আলো। বড় আলোর পরিবর্তে বাড়ি সাজিয়ে দিন ছোট আলোয়। বড় আলো পরিবেশ গরম করে দেয়। তুলনায় ছোট আলো উত্তাপ কম বৃদ্ধি করে। আবার দেখতেও সুন্দর লাগে।
5/10
এই সময়ে যদি বাড়ি রং করার পরিকল্পনা রাখেন, তাহলে এমন রং বেছে নিন, যা বাইরের উত্তাপ ভিতরে প্রবেশ করতে দেয় না। বাড়ির ভিতরের জন্যও এমন রং বেছে যা ঘর ঠান্ডা রাখে। প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন।
6/10
বাড়ির জানালা পরিষ্কার রাখুন। জানালায় কোনওরকম আসবাব রাখবেন না। ঘর সাজানোর জন্য জানালায় ছোট গাছ রাখতে পারেন। ঠান্ডা হাওয়া পাবেন।
7/10
বাড়ির বসার ঘর যতটা সম্ভব হালকা রাখুন। অত্যধিক আসবাব কিংবা অন্য কিছু ছড়িয়ে থাকলে তা উত্তাপ বৃদ্ধি করে।
8/10
ঘরের সমস্ত জানালায় পর্দা ব্যবহার করুন। দিনের বেলায় যাতে সূর্যের তাপ ঘরের ভিতর প্রবেশ না করতে পারে অথচ হাওয়াও আসে, এমনভাবে পর্দা টাঙিয়ে নিন।
9/10
রান্নাঘর থেকে গরম ছড়াতে পারে ঘরে। রান্নাঘরে চিমনি ব্যবহার করতে পারেন। তাতে রান্নার ধোঁয়া বাইরে চলে যাবে। বারান্দা এবং গোটা বাড়িতেই ছোট ছোট টবে গাছ রাখুন। অক্সিজেন যেমন পাবেন তেমনই বাড়ি ঠান্ডাও থাকবে।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 18 May 2022 09:34 PM (IST)