Health Tips: ঘরোয়া উপায়ে কীভাবে দূর হবে ব্ল্যাকহেডসের সমস্যা? রইল পদ্ধতি
শীতকাল হোক বা গরমকাল বছরের যেকোনও সময়েই ব্ল্যাকহেডসের সমস্যা দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বক সঠিকভাবে পরিস্কার না থাকার ফলেই ব্ল্যাকহেডস দেখা দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়াও আরও নানা কারণ রয়েছে ত্বকের এই সমস্যার। লকডাউন আর করোনা পরিস্থিতিতে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের প্রবণতা। বাইরে কম বেরনোর ফলে ত্বকের সঠিক যত্নও নেন না বহু মানুষ।
আর এর ফলেই ত্বকে ময়লা জমে এবং ত্বকে সঠিকভাবে অক্সিজেন প্রবেশ করতে না পারায়, ব্রণ, অ্যাকনে থেকে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা যায়।
কিন্তু ব্ল্যাকহেডসের সমস্যা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই সারিয়ে ফেলা সম্ভব। যদিও উপায় জানানোর সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা প্রয়োজনে চিকিৎসকেরও পরামর্শ নেওয়ার কথা জানাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাকহেডস আর কিছুই নয়, ত্বকের মুখ যখন ময়লা জমে বন্ধ হয়ে যায়, তেল আর ময়লা জমে একটা আস্তরন তৈরি হয় সেখানে। আর ধুলোর সংস্পর্শে এসে তা কালো রঙের হয়ে যায়।
নিয়মিত ত্বক পরিস্কার না রাখলে এই সমস্যা দেখা দিতে পারে। ব্ল্যাকহেডস দূর করতে নিয়মিত স্ক্রাবিং করার পারমর্শ তাঁদের। নারকেল তেলের সঙ্গে চিনি মিশিয়ে ব্ল্যাকহেডসের অংশে সেই মিশ্রণ ব্যবহার করা দরকার। নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয়।
ব্ল্যাকহেডস দূর করতে দারুণ উপকারী বেকিং সোডা এবং জলের মিশ্রণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক চামচ বেকিং সোডার সঙ্গে অর্ধেক চামচ লেবুর রস আর অল্প গরম জল মিশিয়ে তা পেস্ট তৈরি করতে হবে।
এবার সেই পেস্ট নাকের আশেপাশে, থুতনিতে, নাকের উপরে ব্যবহার করুন। হালকা হাতে ম্যাসেজ করার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
দুধ আর মধু গরম করে ঠান্ডা করে নিন। এবার ব্ল্যাকহেডস হওয়া অংশে তুলোর সাহায্যে সেই মিশ্রণ ব্যবহার করুন।
মিনিট পনেরো রেখে দিন। তারপর তুলে ফেলুন। এরপর ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
এক চামচ দারুচিনির গুঁড়োর সঙ্গে লেবুর রস আর এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট ব্ল্যাকহেডসের অংশে ব্যবহার করুন।
১০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার এই পেস্ট ব্যবহার করলে মিলতে পারে উপকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -