Dengue: বর্ষায় ফের ডেঙ্গির উপদ্রব, প্রাণ বাঁচাতে কী করবেন আর কী করবেন না দেখে নিন
বর্ষা শুরু হতেই ফের ডেঙ্গির প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। তাই আগেভাগেই সতর্ক হোন। জেনে নিন কী করবেন, কী করবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকীভাবে আটকাবেন জীবানুর বংশবৃদ্ধি? সাধারণত জমা জলেই জন্ম নেয় ডেঙ্গির লার্ভা। চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, এক ছিপি জলেও জন্ম নিতে পারে ডেঙ্গির মশা। সকালেই কামড়ায় ডেঙ্গির মশা। তবে রাতেও যে একেবারে চিন্তামুক্ত এমনটা বলা যায় না।
জ্বরের প্রথম দিনেই পরীক্ষা করিয়ে নিন। চিকিৎসকরা বলছেন, কমবেশি ১০ দিন ডেঙ্গি ভোগাতে পারে।
সমস্যা এবং তার সমাধান এই সময়কালেই সম্ভব। জ্বর হলে কোনওদিক না ভেবে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যান এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।
একদম জ্বরের শুরুতেই পরীক্ষা করিয়ে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।
কোথাও জল জমতে দেবেন না। অ্য়ালার্জির সমস্যা না থাকলে মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করুন।
যতটা সম্ভব ঢাকা জামাকাপড় পড়ুন, শিশুকেও ঢাকা জামাকাপড় পরান। জলের মধ্যে রাখতে হয় এ ধরনের ইনডোর প্ল্যান্টগুলো সম্ভব হলে ঘর থেকে সরিয়ে ফেলুন বর্ষার সময়ে।
মশারি ব্যবহার জরুরি। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়লে প্রথম থেকেই প্রচুর জল, ফলের রস জাতীয় ফ্লুইড গ্রহণ করুন।
এর চিকিৎসা বলতে প্যারাসিটামল এবং ফ্লুইড দেওয়া। এর বেশি করার মতো বিশেষ কিছুই নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -