Eye Care Tips: চোখ পরিষ্কার করার সময় কোন জিনিসগুলো অতি অবশ্যই মাথায় রাখবেন, দেখুন ছবিতে
প্রতীকী ছবি
1/10
ত্বকের পরিচর্যার ক্ষেত্রে যেমন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, তেমনই সঠিক ভাবে নিয়ম মেনে চোখেরও যত্ন করা প্রয়োজন।
2/10
বিশেষ করে চোখ ধোয়ার সময় অর্থাৎ পরিষ্কারের সময় কয়েকটি ব্যাপারে খেয়াল রাখা অতি অবশ্যই প্রয়োজন।
3/10
চোখ ধোয়ার সময় কখনই জলের ঝাপটা দেবেন না। আচমকা জোরে জলের ঝাপটা লাগলে চোখের ক্ষতি হতে পারে।
4/10
চোখ পরিষ্কার করার সময় আলতো হাতে যত্ন করে ধীরেসুস্থে চোখ ধুয়ে নিন ঠান্ডা জলে।
5/10
চোখ ধোয়া তো হল। এবার জল মুছে নেওয়ার পালা। কখনই খুব জোরে টাওয়েল বা গামছা দিয়ে ঘষে ঘষে চোখ মুছবেন না।
6/10
যদি মুখে সাবান ব্যবহার করেন, তাহলে অতি অবশ্যই খেয়াল রাখুন যাতে চোখে কোনওভাবেই সাবান ঢুকে না যায়।
7/10
লেন্স যাঁরা পরেন তাঁরা অতিরিক্ত সতর্ক থাকুন। লেন্স না খুলে চোখ পরিষ্কার করতে যাবেন না।
8/10
চোখে মেকআপ করলে ভাল করে সেই মেকআপ অর্থাৎ কাজল, আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা এসব তুলে ফেলতে হবে।
9/10
কখনই জোরে ঘষে রগড়ে চোখের মেকআপ তুলবেন না। নরম তুলো বা মেকআপ রিমুভাল প্যাড দিয়ে চোখের মেকআপ পরিষ্কার করে নিন।
10/10
যাঁরা অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কাজ করেন, তাঁরা মাঝে মাঝেই চোখ পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন। আরাম পাবেন।
Published at : 14 Jul 2022 11:56 PM (IST)