Eye Care Tips: চোখ পরিষ্কার করার সময় কোন জিনিসগুলো অতি অবশ্যই মাথায় রাখবেন, দেখুন ছবিতে
ত্বকের পরিচর্যার ক্ষেত্রে যেমন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, তেমনই সঠিক ভাবে নিয়ম মেনে চোখেরও যত্ন করা প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষ করে চোখ ধোয়ার সময় অর্থাৎ পরিষ্কারের সময় কয়েকটি ব্যাপারে খেয়াল রাখা অতি অবশ্যই প্রয়োজন।
চোখ ধোয়ার সময় কখনই জলের ঝাপটা দেবেন না। আচমকা জোরে জলের ঝাপটা লাগলে চোখের ক্ষতি হতে পারে।
চোখ পরিষ্কার করার সময় আলতো হাতে যত্ন করে ধীরেসুস্থে চোখ ধুয়ে নিন ঠান্ডা জলে।
চোখ ধোয়া তো হল। এবার জল মুছে নেওয়ার পালা। কখনই খুব জোরে টাওয়েল বা গামছা দিয়ে ঘষে ঘষে চোখ মুছবেন না।
যদি মুখে সাবান ব্যবহার করেন, তাহলে অতি অবশ্যই খেয়াল রাখুন যাতে চোখে কোনওভাবেই সাবান ঢুকে না যায়।
লেন্স যাঁরা পরেন তাঁরা অতিরিক্ত সতর্ক থাকুন। লেন্স না খুলে চোখ পরিষ্কার করতে যাবেন না।
চোখে মেকআপ করলে ভাল করে সেই মেকআপ অর্থাৎ কাজল, আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা এসব তুলে ফেলতে হবে।
কখনই জোরে ঘষে রগড়ে চোখের মেকআপ তুলবেন না। নরম তুলো বা মেকআপ রিমুভাল প্যাড দিয়ে চোখের মেকআপ পরিষ্কার করে নিন।
যাঁরা অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কাজ করেন, তাঁরা মাঝে মাঝেই চোখ পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন। আরাম পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -