Diet Tips: জিমে অনীহা? এই কয়েকটা সজন উপায় মানলেই ম্যাজিকের মত কমবে ওজন

Weight Loss: জিমে অনীহা? এই কয়েকটা সজন উপায় মানলেই ম্যাজিকের মত কমবে ওজন

অতিরিক্ত পরিশ্রম না করেও কমবে ওজন

1/9
কঠোর পরিশ্রম না করেও, সাধারণ কয়েকটা অভ্যাস বদলে ফেললেই দ্রুত কমবে ওজন। চলুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী।
2/9
সকাল শুরু করুন ইষদুষ্ণ জল পান করে। চেষ্টা করুন সকালে অন্তত দু গ্লাস গরম জল পান করার।
3/9
আমাদের শরীরের জন্য ব্রেকফাস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল। তাই ব্রেকফাস্ট স্কিপ করবেন না। চেষ্টা করুন ভারী ব্রেকফাস্ট করার।
4/9
ভারী ব্য়ায়াম বা কঠোর পরিশ্রম সম্ভব না হলেও অন্তত আধঘণ্টা ফ্রি হ্যান্ড করুন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে শরীরের উপকার হবে।
5/9
যখনই খেতে বসবেন, খুব মন দিয়ে চিবিয়ে খাবার খান। এতেই অনেকটা উপকার পাবেন। চিবিয়ে মিহি হয়ে যাওয়া খাবার শরীরের ভিতরে গিয়ে হজম হয়ে যায় তাড়াতাড়ি ফলে ওজন কমতে সাহায্য করে।
6/9
চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাওয়া সেরে ফেলুন। এতে অম্বল গ্যাসের সমস্যা কম হবে। এবং ওজন কমাতেও সুবিধা হবে। রাতে সবসময়ে হালকা খাবার খাবেন।
7/9
ওজন কমানোর ক্ষেত্রে ঘুম অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাতে চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়তে।
8/9
চিনি খাওয়া একেবার বাদ দিয়ে দিন। চায়ের সঙ্গে বা অন্যকোনও খাবারের সঙ্গে একেবারেই চিনি খাবেন না। মিষ্টি খাওয়ার পরিমাণও কমিয়ে দিন।
9/9
ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান, নে রাখতে হবে ওজন কমাতে খাবারের ভূমিকাই প্রায় ৭০ শতাংশ। তাই খুব কঠোর পরিশ্রম না করেও শুধুমাত্র খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করেই বেশ অনেকটা ওজন কমানো যেতেই পারে।
Sponsored Links by Taboola