Relationship Tips: ভাঙনের আশঙ্কা! যে উপায়ে বাঁচাতে পারবেন সম্পর্ক

Lifestyle Tips: বেঁচে থাকলে সমস্যা আসবেই। তাই দ্রুত তা সমাধানের চেষ্টা করতে হবে।

ফাইল ছবি

1/10
সম্পর্ক শুরু করা কঠিন। তা এগিয়ে নিয়ে যাওয়া কখনও কখনও চ্যালেঞ্জিং মনে হতে পারে। কখনও আবার ভাঙনের দিকও চলে যেতে পারে। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে তা রোধ করা সম্ভব।
2/10
যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই কমিউনিকেশন বা যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। সঙ্গীর কথা মন দিয়ে শুনতে হবে। নিজের কথাও বলতে হবে স্পষ্টভাবে। কোনও সমস্যা হলে সেটাও বলতে হবে সঠিকভাবে এবং সঠিক সময়ে। ভালবাসার পাশাপাশি একে অন্যের প্রতি শ্রদ্ধাও থাকতে হবে।
3/10
অবিশ্বাসের বীজ সম্পর্কের ভিতকে নাড়িয়ে দিতে পারে। তাই সঙ্গীর ক্ষেত্রে অন্তত সৎ, স্বচ্ছ থাকতে হবে। কোনও সন্দেহের কারণ তৈরি হলেও তা কথা বলে এবং নিজের আচরণের মাধ্যমে মিটিয়ে নিতে হবে।
4/10
সহানুভূতি, বোঝার মানসিকতা রাখতে হবে। নিজের আচরণ সম্পর্কে সতর্ক হতে হবে। নিজের দিকে নজর দিলে দুজনের মধ্যে অনেক সমস্যা মেটানো সহজ হয়।
5/10
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে দুজনকে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাই নিজেদের জন্য সময় বের করতে হবে। একসঙ্গে কাটাতে হবে বেশ কিছুটা সময়।
6/10
সম্পর্কের খাতিরে আপস এবং সমস্যা-সমাধানের মানসিকতা রাখতে হবে দুজনকে। কোনও সমস্যা এলে সমাধানের জন্য সমঝোতার জায়গায় আসতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে চললে যে কোনও বাধা পেরিয়ে যাওয়া সম্ভব।
7/10
নিজের ভুল স্বীকার করতে শিখুন। ভুল থাকলে তা মেনে নিন। ভবিষ্যতে একই জিনিস যাতে না হয় সেদিকে নজর রাখুন। সঙ্গীকে বোঝান এই জিনিস দ্বিতীয়বার আর হবে না। তাই সেটা ভুলে এগিয়ে যেতে হবে।
8/10
কোনও সম্পর্কে থাকা মানে ব্যক্তি স্বাতন্ত্র্যকে উপেক্ষা করা নয়। নিজের পছন্দ, বন্ধুদের অবহেলা করবেন না। নতুন কিছু অভিজ্ঞতা করলে তা সম্পর্কের ক্ষেত্রেও নতুন আকর্ষণের কারণ হয়ে দাঁড়াতে পারে।
9/10
জেদ এবং অহংকার ত্যাগ করতে হবে। এই দুটো থাকলে তা সম্পর্কের ক্ষেত্রে বিষের মতো কাজ করবে। তাই সঙ্গী ভুল করলেও তাঁকে সব দুঃখ, রাগ, অভিমান উগরে দিলেও ক্ষমা করতে শিখুন।
10/10
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola