Cold Feet Remedies: পা ঠান্ডা হয়ে যায় ভীষণ? ঘরোয়া টোটকায় আরাম মিলবে
Health Tips: অনেকেই এই সমস্যায় ভোগেন। কী করণীয় জানুন। ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
ছবি: ফ্রিপিক।
Continues below advertisement
1/11
ঠান্ডা পড়লে এমনিতেই জবুথবু হয়ে যাই আমরা। তবে কারও কারও একটু বেশিই ঠান্ডা লাগে।
2/11
বিশেষ করে পা বেশি ঠান্ডা হয়ে যায় কারও কারও। কারও কারও হাত-পা ঠান্ডা হয়ে গিয়ে, বিবর্ণও হয়ে যায়। সেই রোগকে বলা হয় Renaud’s Phenomenon.
3/11
কিন্তু শীতকালে বা এসি-তে পা বেশি ঠান্ডা হয়ে গেলে কিছু ঘরোয়া টোটকা প্রয়োগ করতে পারেন। এতে আরাম পাবেন।
4/11
ড্রায়ার চালিয়ে মোজা গরম করে নিন। তার পর পায়ে গলিয়ে নিন। থার্মাল মোজা কেনার চেষ্টা করুন।
5/11
মোজা পরার আগে পায়ের নীচে মেন্থল ঘষতে পারেন। এতে আরাম পাবেন। কিনতে পাওয়া যায় ওষুধের দোকানেই।
Continues below advertisement
6/11
গরম জলে পা ভিজিয়ে রাখুন কিছু ক্ষণ। এর পর হালকা হাতে পা মাসাজ করুন।
7/11
গরম পানীয়ে চুমুক দিন. চা, দুধ, ব্রথ বেছে নিতে পারেন। এতে পা তাড়াতাড়ি গরম হয়ে যাবে।
8/11
বিছানায় ইলেকট্রিক হিটিং প্যাড রাখতে পারেন। বোতলে গরম জল পুরে, তার উপর পা রেখেও ঘুমাতে পারেন।
9/11
শরীরচর্চার সময় দৌড়নো বা সাইকেল চালানোর চেষ্টা করুন। এতে পায়ে রক্ত সঞ্চালন বাড়ে। পা সহজে ঠান্ডা হয় না।
10/11
পা মুড়ে, বাবু হয়ে বসবেন না দীর্ঘ সময়। এতে রক্তপ্রবাহের উপর প্রভাব পড়ে। এতেও পা ঠান্ডা হয়ে যায়।
11/11
তবে লাগাতার এমন সমস্যা হলে, পা ফুলে গেলে, ব়্যাশ বেরোলে, ত্বকে চাকা চাকা দাগ হলে অবশ্যই চিকিৎসককে দেখান।
Published at : 07 Jan 2026 10:46 AM (IST)