Relationship Tips: একঘেয়েমি আসে দাম্পত্যেও, ভালবাসার জানান দেওয়া জরুরি
বিয়ে নিয়ে গতানুগতিক কিছু ধ্যান-ধারণা রয়েছে আমাদের। সংসার, দায়-দায়িত্বকে নিজেদের ঊর্ধ্বে রাখি। যে কারণে একটা সময় পর দাম্পত্য একটা অভ্যাসে পরিণত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমন চলতে থাকলে একঘেয়েমিও চলে আসে দাম্পত্যে। দূরত্ব তৈরি পরস্পরের সঙ্গে। এমনকি বিয়ে ভেঙে যায় বা ভেঙে যাওয়ার উপক্রমও হয়। থাকতে হয় তাই থাকছি, এমন ভাব আসে।
এর জন্য আমরা নিজেরাই দায়ী বলে মনে করেন মনোবিদদের একাংশ। তাঁদের মতে, বিয়ের আগে মন দেওয়া-দেওয়া, ফ্লার্টিং চললেও বিয়ের পর আর সেই সবের প্রয়োজন নেই বলে মনে করেন অনেক। তা থেকেই সমস্যা দেখা দেয়। তাই দাম্পত্য সতেজ রাখতে জীবনসঙ্গীর সঙ্গে খুনসুটি চলতে পারে বা ফ্লার্ট করা যেতে পারে বলে মত মনোবিদদের একাংশের।
ফ্লার্ট কথাটি নিয়ে ছুঁৎমার্গ রয়েছে অনেকের। কিন্তু দাম্প্যত্যে পরস্পরের সঙ্গে ফ্লার্ট করলে সামনের জনকে বোঝানো যায় যে, আজও একই ভাবে ভালবাসেন তাঁকে, আজও আপনার কাছে তিনি আকর্ষণীয়।
সংসার, দায়দায়িত্বের চাপে আলাদা করে আর পরস্পরের অবদান গোনা সম্ভব নয়। তবে নিভৃতে পরস্পরের প্রশংসা করতেই পারেন! যেমন এই পোশাকে দারুণ মানিয়েছিল, বা তাঁর সঙ্গে আপনি খুশি, এইটুকু জানালেও চলে।
স্মার্টফোনে যুগে চিঠি লেখার অভ্যাস গিয়েছে ঢের আগেই। তবে চিরকূট চালাচালি হতেই পারে। সপ্তাহান্তে স্বামী বা স্ত্রীকে নিয়ে হয়ত ডিনারে যেতে চাইছেন, সরাসরি না বলে চিরকূটে লিখুন। বা সারাদিক হয়চ হাড়ভাঙা পরিশ্রম করেছেন একজন। বালিশের পাশে ভালবাসার কথা জানিয়ে রাখতে পারেন চিরকূট। অথবা অফিসের লাঞ্চের সঙ্গেও সেঁটে দিতে পারেন একটুকরো কাগজে লেখা বার্তা।
শুধু কাঁচা সবজি বা মুদিখানার ফর্দ তৈরির কাজে নয়, মেসেজ বা হোয়াটসঅ্যাপেও চলতে পারে প্রেম। কাজের ফাঁকে নিজের অনুভূতি জানাতে পারেন তাঁকে।
জীবনসঙ্গীকে ওগো, হ্যাঁগো বলে সম্বোধনের দিন পেরিয়েছে। কেউ নাম ধরে ডাকেন সরাসরি। সম্পর্ক সতেজ রাখতে আদর করে অন্য নামেও ডাকতে পারেন।
বিয়ে হয়ে গিয়েছে বলেই প্রেম শেষ নয়। রাস্তায় বেরোলে, বেড়াতে গেলে আলতো করে হাত ধরুন তাঁর। সামনের জন নিজে থেকে কখন হাত ধরবেন, সেই অপেক্ষায় বসে থাকবেন না। এগিয়ে যান নিজেই।
যতই কাজ থাকুক না কেন, দিনের কিছুটা সময় একটু একসঙ্গে কাটান। বসে গল্প করুন। তাঁর কথা শুনুন মন দিয়ে। ফিরে যান পুরনো দিনের কথা স্মরণ করে। কিছুই পাল্টায়নি, আজও একই ভাবে তাঁকে ভালবাসেন, তিনি না হলে চলবে না আপনার, বুঝিয়ে দিন কথায়। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -