দীর্ঘ বন্দিদশার পর বিদেশ-ভ্রমণের কথা ভাবছেন? ট্রিপ প্ল্যান করার আগে এই ছবিগুলি অবশ্যই দেখুন...
এবার এই ছবিটি দেখুন। কে এখানে থাকতে না চাইবে! আলোয় উদ্ভাসিত শহর ও দূর পাহাড়ের পিছন দিয়ে উঁকি মারছে চাঁদ। (ছবি সৌজন্য - instagram -kenxtori)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুন্দর দেশগুলির তালিকায় অবশ্যই থাকবে জাপান। এই ছবিটি সেখানকারই। বরফে ঢাকা ঘর কতটাই না সুন্দর দেখাচ্ছে। একবার অন্তত আপনার সেখানে যাওয়া উচিত। (ছবি সৌজন্য - instagram -kenxtori)
ফিনল্যান্ডের আরেকটি সুন্দর ছবি। এখানে আপনি আপনার সঙ্গীর সাথে সময় কাটাতে চাইবেন অবশ্যই। রাতের আকাশে অরোরা বোরেলিস আপনার রোম্যান্টিক সফরের জন্য একেবারে পারফেক্ট প্রমাণিত হবে। (ছবি সৌজন্য - instagram -kenxtori)
এটা ফিনল্যান্ডে কাচের তৈরি ইগলু। ছবি এমন যে চোখ সরেও সরবে না। বিশ্বের সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম এই জায়গা। (ছবি সৌজন্য - instagram -kenxtori)
চাঁদ দেখতে কার না ভালো লাগে। এই ছবিটি অস্ট্রেলিয়া। বিশ্বাস করুন, এর থেকে আপনি আপনার চোখ সরাতে পারবেন না। একটি গাছ ও তার পিছন থেকে উদীয়মান চাঁদ দেখে হয়ত আপনারা অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করে ফেলতেও পারেন। (ছবি সৌজন্য - instagram -kenxtori)
ঘুরতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া এই বিশ্বে সত্যিই দুষ্কর। এই শখ সকলের মধ্যেই রয়েছে। এমন অবস্থায় কোনও অন্য দেশ বা শহরের সংস্কৃতি, সেখানকার জনপ্রিয় ও দর্শনীয় স্থানগুলি দেখার সুযোগ কে ছাড়তে চায়! আজ আমরা তেমনই কয়েকটি সুন্দর দেশের দ্রষ্টব্য স্থানগুলির সম্পর্কে বলব, যা বিশ্বজুড়ে জনপ্রিয়। (ছবি সৌজন্য - instagram -kenxtori)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -