Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Antibiotics : সামান্য সর্দি-জ্বরেই অ্যান্টিবায়োটিকস দেবেন না, চিকিৎসকদের উপদেশ দিন IMA, কেন ?
একটু বেশি জ্বর বাড়লো তো অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খেয়ে নিলেন। সর্দি-কাশিতে নাজেহাল দোকান থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খেয়ে নিলেন আপনি । এই অভ্যেস অনেকেরই ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এই সিজনাল ফ্লু সারানোর জন্য রোগীকে অ্যান্টিবায়োটিকস দিতে ডাক্তারদের বারণ করছে আইএমএ।
শরীরে উচ্চ তাপমাত্রা, বমি বমি ভাব, কাশি, এগুলি সিজনাল ফ্লু এর লক্ষণ। তবে অনেকেই জ্বর তাড়াতাড়ি সারানোর জন্য অ্যান্টিবায়োটিকস খেয়ে নেন। কিন্তু তাতে হিতে হচ্ছে বিপরীত মনে করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)
H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দরুণ এখন এই জ্বর হচ্ছে অনেকেরই। তিনদিন থাকছে জ্বর। বড় জোর এক সপ্তাহেই সেরে উঠছে রোগী।
তবে পশ্চিমবঙ্গে দাপট দেখাচ্ছে অ্যাডিনোভাইরাস। অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর হচ্ছে অসুখের পরিণতি। তবে এক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকস কার্যকরী নয়, মনে করছেন চিকিৎসকরা।
ইদানীং অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিক্লাভ জাতীয় ওষুধ মুড়ি মুড়কির মতো খাচ্ছেন অনেকে , বলছে সমীক্ষা। এর ফলে তৈরি হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।
অ্যান্টিবায়োটিক ওষুধ শুধুমাত্র ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট অসুখের ক্ষেত্রেই কাজ করে ভাইরাস বাহিত অসুখে নয় ! এই সূক্ষ্ম পার্থক্য টাই মানুষ বোঝেন না । অনেক ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনেও অ্যান্টিবায়োটিক ড্রাগ খেয়ে নেন অনেকে । এর ফলে হিতে বিপরীত হতে পারে ।
অ্যামোক্সিসিলিন, নরফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, অফলোক্সাসিন, লেভোফ্লক্সাসিন ইত্যাদি অ্যান্টিবায়োটিকসও মুড়ি মুড়কির মতো খেয়ে বিপদ ডেকে আনছেন অনেকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -