Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mental And Physical Health Balance: 'নিজেকে ভালবাসো তুমি এবার'... নতুন বছরে শুধু শরীর নয়, খেয়াল রাখুন মনেরও
শরীরের পাশাপাশি আমাদের সকলের উচিত মনের দেখভাল করা। আপনার মন খারাপ থাকলে তা ভাল করার দায়িত্ব একান্ত আপনারই। প্রতিদিনের জীবনে করা ছোট ছোট কিছু কাজ এক নিমেষে আমাদের মন ভাল করে দেয়। যেমন- যাঁদের পড়ার অভ্যাস রয়েছে তাঁরা যদি ভাল কোনও লেখা পড়েন তাহলে মন ভাল হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপোষ্যের সঙ্গে সময় কাটালেও আমাদের মন খারাপ দূর হয়ে যায়। বাড়িতে পোষ্য থাকলে নিয়ম করে ওদের সঙ্গে সময় কাটান। হতে পারে ওরা অবলা জীব। কিন্তু আপনার দুঃসময়ে ওরা আপনার পাশে থাকবে এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
নিজের ম ভাল রাখতে চাইলে নিজেকে সময় দিতে হবে। যে কাজটা আপনি ভাল পারেন, সেটা আঁকা, লেখা বা অন্য যা কিছু হতে পারে, সেখানে মন দিন। ব্যস্ত জীবনের থেকে নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া উচিত আমাদের সকলেরই।
প্রতিদিন মেডিটেশন বা ধ্যান করতে পারেন। একদিনে অনেকক্ষণ মেডিটেশন করা সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে ধ্যান করার ক্ষমতা আপনার আয়ত্তে এসে যাবে। তখন আপনার যতক্ষণ ইচ্ছে আপনি মেডিটেশন অভ্যাস করতে পারবেন। এর ফলে মন, মেজাজ সব শান্ত থাকবে।
মানসিক ভাবে সুস্থ এবং চাঙ্গা থাকতে চাইলে প্রতিদিন সঠিক পরিমাণ ঘুম হওয়া প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে এমনিই আপনার মেজাজ সপ্তমে চড়ে থাকবে। অকারণে লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলবেন। সারাক্ষণ একটা খিটখিটে মনোভাব থাকবে। তাই রোজ রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমনোর অভ্যাস করা প্রয়োজন।
মনের খেয়াল রাখার জন্য একটু নজর দেওয়া প্রয়োজন মেনুতেও। মন ভাল না থাকলে জমিয়ে পেটপুজো করতে পারেন। ভোজনরসিকদের জন্য মন ভাল রাখার সহজ উপায় রসনাতৃপ্তি। কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই খেলে আবার বিরূপ প্রভাব পড়বে স্বাস্থ্যের উপর। মাঝে মাঝে চিট ডায়েট করুন। কিন্তু বেশিরভাগ খাওয়া-দাওয়া স্বাস্থ্যকর করা উচিত।
গান শুনলে অনেকেরই মন খারাপ কেটে যায়। ভাল গান, তার সুর-কথা-ছন্দ সবই আপনার মন ভাল করার জন্য দারুণ ভাবে কাজে লাগে। আসলে সুর এবং তাল আক্ষরিক অর্থেই স্ট্রেস রিলিভার অর্থাৎ অবসাদ দূর করে। তাই মন মেজাজ ভাল না থাকলে যে ধরনের গান আপনার পছন্দ তা চালিয়ে শুনতে পারেন।
শরীরের সঙ্গে সঙ্গে মনের খেয়াল রাখার জন্য সাহায্য করে নাচ। যাঁরা নাচের অভ্যাস করেন নিয়মিত, তাঁদের একদফা শরীরচর্চা হয়ে যায় এর মাধ্যমে। এছাড়াও স্ট্রেস কমানোর জন্য গানের মতোই কাজ করে নাচও।
নিয়মিত যোগাসন অভ্যাস করতে পারলে শরীরের পাশাপাশি শান্ত থাকে আপনার মন, মেজাজ। কমে অবসাদ এবং মানসিক চাপ। তাই দিনে অন্তত ১৫ মিনিট সময় নিজেকে দিন, যোগাসন অভ্যাস করুন।
শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রয়োজন সেলফ কেয়ার। এক্ষেত্রে যোগাসন, একসারসাইজ যেমন কাজে লাগে তেমনই আপনার মন খারাপ থাকলে আপনি মন দিতে পারেন পরিচর্যায়। একটা ভাল ফেসিয়াল কিংবা হেয়ার কাট- আপনার মন ভাল করে দেওয়ার দাওয়াই হতেই পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -