Christmas Day 2022: হয়ে যান সান্তাক্লজ, বড়দিনে প্রিয়জনদের উপহার দিন এগুলো
বছরের এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই সময়ে একে অপরকে অনেক উপহারও দিয়ে থাকেন। সাধ্য কম কিংন্তু সাধ অনেক। তাই কম খরচে কোন কোন উপহার দিতে পারেন, সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউৎসবের মরসুমে চকোলেট এবং কুকিজ খেতে কে না পছন্দ করেন। উৎসবের এই মরসুম ছোট থেকে বড় সকলেই উদযাপন করেন।
তাই প্রিয়জনের বয়স যাই হোক না কেন, উপহার দিতে পারেন চকোলেট থেকে কুকিজ। দামেও কম আবার পছন্দও হবে। এর সঙ্গে ক্রিসমাস ক্যান্ডি কিংবা ললিপপও দিতে পারেন ছোটদের।
প্রিয়জনের কি ছবি তোলার নেশা রয়েছে? তাহলে এই সময়ে তাকে উপহার দিন দুর্দান্ত একটি ক্যামেরা। প্রকৃতি থেকে মনে রাখার মুহূর্তগুলি, কিছুই ক্যামেরাবন্দি হয়ে থাকবে চিরকালের জন্য।
শীতকালে কফি খেতে পছন্দ করেন সকলেই। তাই বড়দিনের উৎসবের মধ্যে প্রিয়জনকে উপহার দিতে পারেন পারসোনালাইজড কফি মগ।
যাতে ছবি থাকতে পারে কারও। অথবা কোনও স্মৃতিময় মুহূর্তও ধরা থাকতে পারে। প্রিয়জনকে এমন উপহার দিলে তা মনে থেকে যাবে।
উৎসবের মরসুমে মোমবাতি জ্বালানো খুবই সাধারণ একটা ঘটনা। কিন্তু এমনি মোমবাতি কতটা আর মন ভালো করতে পারে।
তাই মোমবাতি যদি সুগন্ধীযুক্ত হয়, তাহলে তো কোনও কথাই নেই। আলোও দেবে আবার সুগন্ধেও ভরিয়ে রাখবে ঘর। প্রিয়জনকে উপহার দিন সুগন্ধী মোমবাতি।
ছবিতে ধরা থাকে একাধিক মুহূর্ত। যার সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি। তেমনই একাধিক ছবির একটি কোলাজ তৈরি করে তা ফ্রেমে বাঁধিয়ে উপহার দিতে পারেন প্রিয়জনকে। নিঃসন্দেহে তার মন ভালো হয়ে যাবে।
বড়দিনে নিজের হাতে তৈরি যেকোনও উপহারই বেশি মাত্রা যোগ করে। তাই প্রিয়জনকে যদি নিজের হাতে তৈরি কোনও উপহার দিতে পারেন, তাহলে তৈর থেকে বেশি ভালো আর কিথু হয় না। সেটা কেক হোক কোনও রেসিপি হোক কিংবা কাগজ দিয়ে তৈরি কোনও অরিগামি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -