Popular Vacation Places: দেশের এই জায়গাগুলি অবশ্যই থাকুক আপনার ভ্রমণ তালিকায়! না গেলেই মিস করবেন
কাশ্মীর: ভূস্বর্গে না গেলে জীবনে স্বর্গের অনুভূতি নেওয়াটাই বাদ থেকে যাবে। তাই ভ্রমণ তালিকায় কাশ্মীর থাকুক। শ্রীনগর থেকে শুরু হোক যাত্রা। ট্রাভেল এজেন্ট কিংবা নিজেই রোডম্যাপ ঠিক করে বেরিয়ে পড়ুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিমাচল প্রদেশ- হিমাচল প্রদেশের মনোরম পাহাড় এবং প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের কাছে সর্বাধিক আকর্ষণীয়। সিমলা, মানালি, কসৌলের মতো স্থান হিমাচলের সর্বাধিক জনপ্রিয় গন্তব্য।
গোয়া- গোয়া হল সেই জায়গা যেখানে পার্টির আদর্শ জায়গা। লকডাউন শেষ হওয়ার পর থেকে সৈকত রাজ্য পর্যটকদের আকর্ষণ বেড়েছে। জনপ্রিয় স্থানগুলি হ'ল গ্র্যান্ড আইল্যান্ড, দুধসাগর জলপ্রপাত, ফোর্ট আগুয়াডা, টিটো'র স্ট্রিট এবং আরও অনেক কিছু। নয়াদিল্লি, হায়দ্রাবাদ, মুম্বই, কলকাতা এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলির বুকিং বাড়ছে।
কেরল- কেরল হাউজবোট, জলপ্রপাত, সবুজ পাহাড়, ইকো ট্যুরিজম, চা বাগানের বাগান, আয়ুর্বেদিক চিকিত্সা এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানেও সেই স্বর্গের সৌন্দর্য রয়েছে।
লাদাখ- যেকোনও সময় এই ট্রিপ করতেই পারেন। সৌন্দর্য এখানে অপরূপ। মনোমুগ্ধকর। নীল হ্রদের পাশে বসে পড়ে কাটিয়ে দিতে পারবেন গোটা দিন।
হিমাচল প্রদেশ- হিমাচল প্রদেশের মনোরম পাহাড় এবং প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের কাছে সর্বাধিক আকর্ষণীয়। সিমলা, মানালি, কসৌলের মতো স্থান হিমাচলের সর্বাধিক জনপ্রিয় গন্তব্য।
লোনাভলা- হিল স্টেশন ও শহরটি পুনেতে অবস্থিত। সবুজ এবং শান্ত প্রকৃতির জন্য এই এলাকা বিখ্যাত। লোনাভালার কয়েকটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র রয়েছে।
উত্তরাখণ্ড- এখানকার আবহাওয়া এবং পাহাড় ঘেরা গ্রাম, ঝর্না সৌন্দর্যর আরেক নাম হয়ে উঠেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -