ডায়াবেটিসেও খাওয়া যায়? স্বাস্থ্যের জন্য আদৌ উপকার করে মধু?
ডায়াবেটিসেও খাওয়া যায়? স্বাস্থ্যের জন্য আদৌ উপকার করে মধু?
মধুর উপকারিতা
1/9
বিশেষজ্ঞদের গবেষণা বলছেন, টাইপ-২ ডায়াবেটিসে সীমিত পরিমাণে মধু খাওয়া যেতে পারে। তবে মধু খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত।
2/9
মধুতে ৩৮ শতাংশ ফ্রুকটোজ (ফলশর্করা), ৩১ শতাংশ গ্লুকোজ, ১৭ শতাংশ জল, ৭ শতাংশ ম্যালটোজ, ৪ শতাংশ শর্করা থাকে।
3/9
তবে মধুর পুষ্টিগুণ অনেক। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমশক্তি বৃদ্ধি, সর্দি-জ্বর উপশম, কোষ্ঠকাঠিন্যতা দূরীকরণ, ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিউর ইজাকুলেশন নিরাময়, শরীরের ওজন কমানো, রক্তের কোলেস্টেরল এর মাত্রা কমানো, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরী এই মধু।
4/9
যারা রক্তশূন্যতায় ভোগেন, মধু তাদের জন্য অত্যন্ত উপকারি। রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তার মাধ্যমে মধু শরীরের রক্তশূণ্যতা দূর করে।
5/9
মধুতে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট। এর ফলে নিয়মিত খাঁটি মধু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। মধু শরীরে তৎক্ষনাৎ শক্তি যোগায়, শারীরিক দুর্বলতা দূর করে এবং শরীরে তাপ উৎপন্ন করে ।
6/9
মধু শিশুদের হাড়ের গঠন মজবুত করে, দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
7/9
মধু পানে শরীরের কোষ্ঠকাঠিন্যতা দূর হয় ৷ নিয়মিত মধু খেলে বাতের ব্যথার উপশম হয় বলে জানা যায়।
8/9
মুখের ব্রণ এর চিকিৎসায়, ত্বক এবং চুলের রূপচর্চায় মধু ব্যবহারে বিশেষ সুফল পাওয়া যায় ৷ রূপচর্চার জন্য মধু খুবই গুরুত্বপূর্ণ উপাদান।
9/9
যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁরা ঘুমোতে যাওয়ার আগে দুধের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এতে অনিদ্রা দূর হয়।
Published at : 26 Feb 2023 05:28 PM (IST)