Benefits Of Aloe Vera : ত্বকের জেল্লা থেকে হজমে সাহায্য, তাক লাগাবে অ্যালোভেরা জুসের গুণ
অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা- অ্যালোভেরায় গাছ বাড়ায় ত্বকের জেল্লা। অল্প কাটা-ছড়া বা চুলকানি কমাতেও অত্যন্ত কার্যকরী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবয়সের সঙ্গে চামড়ার একাধিক সমস্যা দেখা যায়, সেগুলোকে দূরে রাখতে উপকারী অ্যালোভেরা জুস।
ত্বকের জেল্লা বাড়ায়- টানা ১২ সপ্তাহ অ্যালোভেরা জুস খেলে নিজে থেকেই বুঝতে পারবেন ত্বকের পার্থক্য।
ত্বক কোঁচ খাওয়া বা রিঙ্কল দূরে রাখতে অব্যর্থ অ্যালোভেরা জুস।
দূরে রাখে ডায়াবেটিস- অ্যালোভেরা জুস, জেল শরীরের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে। যার ফলে দূরে থাকে ডায়াবেটিস।
পরীক্ষা-নিরীক্ষা এখনও চললেও অ্যালোভেরা জুস ডায়াবেটিকদের ক্ষেত্রে নিরাপদ বলেই মত।
হজমে সাহায্য- অ্যালোভেরার থাকে এক ধরণের গ্লুকাসাইড। যা সাহায্য করে হজমে।
হজমে। পেট পরিষ্কারের সমস্যা থাকলে সেক্ষেত্রেও উপকারী অ্যালোভেরা জুস।
দাঁত ও মুখের জেল্লা বাড়ায়- কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা গিয়েছে দাঁত ও মুখগহ্বর ব্যাক্টেরিয়া মুক্ত রাখতে সাহায্য করে অ্যালোভেরা।
অল্প অ্যালোভেরা জুস তাই ত্বকের সঙ্গে দাঁতের জেল্লাতেও কার্যকরী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -